আন্তর্জাতিক
হাসপাতা’লের বেডে শুয়ে থাকা রোগীকে কে’টে খেলেন পরিবারের সদস্যরা!

হাসপাতা’লের বেডে শুয়ে থাকা রোগীকে কে’টে খেলেন পরিবারের সদস্যরা। এমন ছবি দেখে আঁতকে উঠেছেন নেটিজেনরা।
জানা গেছে, নেটিজেনদের সঙ্গে প্র্যাঙ্ক করতেই এই কৌশল। কেকটি তৈরি করেছেন ব্রিটিশ নাগরিক বেন কুলেন।
ছবিতে দেখা যাচ্ছে, বেডে শুয়ে রোগী। পাশের টেবিলে রাখা রয়েছে ওষুধ ও পরিবারের ছবি, লাইট। অন্যদিকে একজনের হাতে প্লেটে করে রয়েছে রোগীর দেহাংশ ।