বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে নিখোঁজ আড়াই বছরের শিশু ছামির লাশ পুকুর থেকে উদ্ধার

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার পৌর এলাকার শ্রীধরা গ্রাম থেকে আড়াই বছরের শিশু নিখোঁজ ছামির লাশ ভেসে উঠেছে বাড়ির পাশের একটি পুকুরে। সেখানে অবস্থানরত কয়েকজন তরুন বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার সকাল ১১টা ৪০ মিনিটে তার লাশ পাওয়া গেছে বলে তারা জানান। ভাসমান লাশ দেখার পর স্থানীয়রা বিয়ানীবাজার থানায় খবর দেয়ার পর লাশটি উদ্ধারে থানা পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে বলে জানা গেছে। তবে এটি নিছক দুর্ঘটনা নাকি হত্যাকান্ড সে ব্যাপারে কেউ কিছু বলতে পারেননি।

এদিকে, লাশ উদ্ধারের খবরে পরিবারে চলছে শোকের মাতম, এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

Back to top button