বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে করোনার ভ্যাকসিন দেয়া শুরু, প্রথম ভ্যাকসিন নিলেন আওয়ামীলীগ সভাপতি

বিয়ানীবাজার টাইমসঃ সারাদেশের ন্যায় বিয়ানীবাজারে শুরু হয়েছে করোনার ভ্যাকসিন দেয়া। রবিবার সকালে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খানকে ভ্যাক্সিন দেয়ার মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এরপর একে একে ভ্যাক্সিন গ্রহন করেছেন বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোয়াজ্জেম আলী খান চৌধুরী, শিক্ষক ও সাংবাদিক খালেদ জাফরি, বিয়ানীবাজার সরকারি কলেজের উপাধ্যক্ষ তারিকুল ইসলাম।

প্রথম ভ্যাক্সিন গ্রহনকারি আতাউর রহমান খান বলেন, অনেক দেশে এখোনো ভ্যাক্সিন কার্যক্রম শুরু হয়নি, বাংলাদেশে এতো তাড়াতাড়ি ভ্যাক্সিন কার্যক্রম শুরু হয়েছে। এজন্য তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এছাড়া ভ্যাক্সিন নিতে কেউ যেনো কোনো গুজবে কান না দিয়ে এগিয়ে আসেন।

Back to top button