বিয়ানীবাজারে যুবকের আকষ্মিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া

বিয়ানীবাজারঃ বিয়ানীবাজারের মাথিউরা ইউনিয়নের খলাগ্রামের খালেদ আহমদের (৩৫) আকস্মিক মৃত্যু হয়েছে। শনিবার রাত ১১ টায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
তিনি একই গ্রামের প্রয়াত ফারুক আহমদ (হরিফ) এর ছোট পুত্র এবং আব্দুল সালাম মেস্তরীর ছোট ভাই। মৃত্যুকালে তিনি মা ও তিন ভাইসহ আত্মীয় স্বজন রেখে গেছেন।
স্বজনরা জানান, রাত ১০ টার আগে খালেদ আহমদ বুকে ব্যথা অনুভব করেন। ব্যথার তীব্রতা বৃদ্ধি পেলে স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। জরুরী বিভাগের দায়িত্বশীল চিকিৎসক শারিরীক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন।
আজ রোববার বেলা ১১টায় খলাগ্রাম শেখ মোহাম্মদ পাঞ্জেগানা মসজিদ প্রাঙ্গনে জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। পরে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
সদা হাস্যোজ্জল যুবক খালেদ আহমদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর সংবাদ শোনে শত শত মানুষ তাকে একনজর দেখতে রাতে তার বাড়িতে ছুটে আসেন।