বিয়ানীবাজার সংবাদ

মেইন লাইনে সমস্যা, বিদুৎবিহীন বিয়ানীবাজার, অন্ধকার শহরে ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক ঃ আকাশের তারা আর গাড়ির লাইটে আলোকিত বিয়ানীবাজারে শুক্রবারের সন্ধ্যা। বিকেল থেকে বিদুৎ না থাকায় সন্ধ্যা নামার সাথে সাথে পৌর শহরের বিভিন্ন সড়ক অনেকটা অন্ধকার হয়ে পড়েছে যার ফলে সড়ক দূর্ঘটনার সম্ভাবনা রয়েছে। তবে শুধু পৌর শহর নয় উপজেলার বিভিন্ন ইউনিয়নে আজ বিকেল থেকে বিদুৎ নেই যার ফলে ভোগান্তি পোহাচ্ছেন এ উপজেলার কয়েক হাজার মানুষ।

পল্লি বিদুৎ ঘোষণা না দিয়ে এভাবে কয়েক ঘনটা বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখায় ক্ষোভ ঝাড়ছেন সাধারণ মানুষরা।

আব্দুল্লাহ আল মনছুর নামের এক মোটর সাইকেল আরোহী বলেন, সন্ধ্যার পর কয়েক ঘন্টার বেশি সময় পৌর শহরে বিদুৎ নেই যার ফলে অনেক সময় গাড়ির আলোয় পুরো সড়ক দেখা সম্ভব হয়না এ ক্ষেত্রে সড়ক দূর্ঘটনার একটা সম্ভাবনা থেকে যায়।

আলমাছ উদ্দিন নামের এক ব্যাবসায়ী বলেন, পল্লি বিদুৎ কোনো ঘোষণা ছাড়া সন্ধ্যা থেকে বিদুৎ নিয়ে রেখেছে এখন পর্যন্ত কোনো তথ্য জানায় নি কবে আসবে বিদুৎ এটা সত্যি আমাদের জন্য দুঃখজনক।

তবে মানুষের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ বিয়ানীবাজার পল্লী বিদ্যুতের ডিজিএম অভিলাশ পাল জানান, মেইন লাইনের ছিড়ে যাওয়ায় বিদ্যুৎ বিহীন হয়ে পড়ে পুরো উপজেলা। তবে আধা ঘন্টার মধ্যে বিদ্যুৎ সচল হবে।

Back to top button