বিয়ানীবাজার সংবাদ

জৈন্তাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্টির মাঝে গবাদি পশুর ফিড বিতরণ

জৈন্তাপুর প্রতিনিধিঃ জৈন্তাপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে ক্ষুদ্র নৃ-গোষ্টির মাঝে গবাদি পশুর খাদ্য ফিড বিতরণ করা হয়েছে।

১লা ফেব্রুয়ারী রোববার সকাল ১১টায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ১৩ জনের মধ্যে ৫০ কেজি ওজনের ৫ ব্যাগ করে ফিড তুলে দেওয়া হয়। মুলত এর আগে সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্টির আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় শংকর জাতের গাভী বিতরণ করা হয়েছিল। ক্ষুদ্র নৃ-গোষ্টির মাঝে ফিড বিতরণ করেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ।

এসময় উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের অধ্যাপক ডাঃ মোঃ রফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্ত ডাঃ আব্দুল্লাহ আল মাসুদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল হালিম, প্রাণিসম্পদ অফিসের উপ-সহকারী জহির উদ্দি, জাহের আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন ক্লেমেন্ট চিশিম, পংকজ দেব লিয়ন সহ আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিরা।

Back to top button