বড়লেখা

বড়লেখায় রাস্তার সাইন এর উদ্বোধন ও গুণীজন সম্মাননা প্রদান

নিজস্ব প্রতিবেদক, বড়লেখাঃ মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসী সমাজ কল্যান সংস্থা ঘোলসার উদ্যোগে রাস্তার সাইন এর উদ্বোধন ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১ ঘটিকায় ঘোলসা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সুয়েব আহমদ।

৫ নং দক্ষিন শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহাব উদ্দিনের সভাপতিত্বে ও সুচনা ক্রিকেট ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জিবু’র সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মামুন আহমদ ও পবিত্র গীতা পাঠ করেন মুক্তিযোদ্ধা নিশি কান্ত দাস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম হাসনা, ঘোলসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রাহুল দাস, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শীলা রানি দত্ত, সমাজসেবক সামসুল ইসলাম পুতুল, স্পেন প্রবাসী শিপন আহমদ রাহি।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোষাদক্ষ (অব) বদরুল ইসলাম,কানাইঘাট সরকারি কলেজের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক শ্রী হিমাংশু রঞ্জন দাস, ইউপি সদস্য স্বারতি পুরকায়স্থ,ছোটলেখা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক রাহেল উদ্দিন,উপজেলা যুবলীগ নেতা মারুফ আহমদ, সমাজ সেবক হাজি আব্দুল কাইয়ুম, হাজি খসরু মিয়া, ক্কারি হোসাইন আহমদ, জাহাঙ্গির হোসাইন, যুবলীগ নেতা সামসুল ইসলাম, গরিব আলী প্রমুখ।

অনুষ্ঠানে বিশেষ অবদানের জন্য প্রবাসী সমাজকল্যাণ সংস্থা ঘোলসার পক্ষ থেকে বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেব আহমদ ,৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহাব উদ্দিন ,ভাইস চেয়ারম্যান মোঃ তাজ উদ্দিন ,মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম হাছনা ,কানাইঘাট সরকারি কলেজের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপশ শ্রী হিমাংশু রঞ্জন দাস, ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের কালেক্টর জিতেন্দ্র চন্দ্র নাথ,সাবেক তারকা ফুটবলার মিথুন গুপ্ত্‌,অধ্যাপক ড.কালি প্রসন্য দাস ,লেফটেনেন্ট কর্নেল মোহাম্মদ শামিমুর রহমান, ব্যাংকার শামিম আহমেদ, বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (অব) কোষাদক্ষ বদরুল ইসলাম ,সুচনা ক্রিকেট ক্লাবের শিপন আহমেদ এবং সুচনা ক্রিকেট ক্লাবের পক্ষ থেকে স্পেন প্রবাসী শিপন আহমদ রাহী, আমেরিকা প্রবাসী রাব্বি হোসেনকে সম্মাননা প্রদান করা হয়।

Back to top button