বিয়ানীবাজার সংবাদ

প্রধানমন্ত্রীর স্বপ্ননীড়ে বিয়ানীবাজারে ঘর পেলো ভূমিহীন ৩০ পরিবার

বিয়ানীবাজার টাইমসঃ প্রধানমন্ত্রী আশ্রয়ন প্রকল্প-২ এর স্বপ্ননীড়ে প্রথম ধাপে বিয়ানীবাজারের ৩০ ভূমিহীন পরিবার পেলো ঘর। শনিবার সকালে দেশের ৬৬ হাজার ১৮৯ পরিবারের হাতের আশ্রয়ন প্রকল্প-২ এর উপকারভোগী ভূমিহীনদের মধ্যে ঘর তুলে দেয়ার আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই বিয়ানীবাজারে ভূমিহীন পরিবারের হাতে উপজেলা সভাকক্ষে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে ঘরের কাগজপত্র তুলে দেয়া হয়।

উপজেলা প্রশাসন আয়োজিত ঘর হস্তান্তর অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী দেবজিৎ সিনহা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী মাহবুবের সভাপতিত্বে ও পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র আব্দুস শুকুর, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মুশফিকুন নূর, উপজেলা ইউএইচও ডা. মোয়াজ্জেল আলী খান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, মুক্তিযোদ্ধা আব্দুল আহাদ কলা, এম এ কাদির ও বাবুল আখতারসহ উপজেলা প্রশাসনে কর্মরত কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, মুজিববর্ষ উপলক্ষ্যে দেশব্যাপী ৬৬ হাজার ১৮৯ টি ভূমি ও গৃহহীন পরিবারের মধ্যে ঘর হস্তান্তর করা হবে।

Back to top button