বড়লেখায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলো ৫০ পরিবার
নিজস্ব প্রতিবেদক, বড়লেখাঃ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখায় ৫০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর হস্তান্তর করা হয়েছে।
শনিবার (২৩ জানুয়ারি) সকালে বড়লেখা উপজেলা অডিটোরিয়ামে বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ উপকারভোগীদের ঘরগুলো বুঝিয়ে দেন।
এ সময় উপস্থিত ছিলেন- বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আল ইমরান, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত লায়লা নীরা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন সর্দার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রত্নদ্বীপ বিশ্বাস, সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন প্রমুখ।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপকারভোগী পরিবারের কাছে গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে আশ্রয়ন প্রকল্প -২ এর আওতায় গৃহহীন ও ভূমিহীন পরিবার পূনর্বাসন কার্যক্রমের অংশ হিসাবে বড়লেখায় ৫০ টি পরিবার ঘর পেয়েছে। এর মধ্যে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নে ১৮টি, দক্ষিণভাগ উত্তরে ০৩ টি,সদরে ১০টি,দক্ষিণ শাহবাজপুরে ০৩ টি এবং উত্তর শাহবাজপুর ইউনিয়নে ১৬ টি ঘর নির্মাণ করে দেয়া হয়েছে। সরকারি খাসজমিতে নির্মিত এসব ঘরে ঠাঁই পাচ্ছে দিনমজুর, প্রতিবন্ধী, ভিক্ষুক, সহায়সম্বলহীন মানুষজন যারা অন্যের বাড়িতে বসবাস করত।
আধাপাকা প্রতিটি গৃহ নির্মাণে বরাদ্দ ধরা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। প্রতিটি ঘরের ধরন একই। সেখানে আছে- দুটি শোবারঘর, একটি টয়লেট, রান্নাঘর, কমনস্পেস ও একটি বারান্দা। এসব ঘর প্রত্যেক পরিবারের জন্য আলাদা করে নির্মাণ করা হয়েছে।