বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজার থানার এস আই রতন মিয়ার ষষ্ঠ শ্রেষ্ঠত্ব

বিয়ানীবাজার টাইমস ডেস্কঃ ষষ্ঠবারের মত শ্রেষ্ঠত্বের পুরষ্কার পেয়েছেন বিয়ানীবাজার থানার এ এস আই রতন মিয়া। অধিক পরিমাণ গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদক দ্রব্য উদ্ধার, আসামী গ্রেপ্তার ও অপরাধ দমনসহ কর্মক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ তাকে এই পুরষ্কারে ভূষিত করা হয়।

বুধবার সিলেট জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় এএসআই রতন মিয়াকে পুরষ্কার স্মারক তুলে দেন সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এএসআই রতন মিয়া জানান, বিয়ানীবাজার থানা এলাকায় অপরাধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণের রাখতে থানার অফিসার ইনচার্জসহ উর্ধ্ব কর্তৃপক্ষের পরামর্শ ও নির্দেশনায় দায়িত্ব পালন করে যাচ্ছি। আজকের এই পুরষ্কার আমার আগামী দিনের কাজে আরো যোগাবে উৎসাহ।

Back to top button