বিয়ানীবাজারে বেপোরোয়া মোটরসাইকেল চোরচক্র, ২১ দিনে ৫ মোটরসাইকেল চুরি
নিজস্ব প্রতিবেদকঃ প্রবাসী নির্ভর বিয়ানীবাজার উপজেলায় বিগত কয়েকবছর থেকে বেপোরোয়া রয়েছে মোটরসাইকেল চোরচক্র। বিগত তিন সপ্তাহে বিভিন্ন জায়গা থেকে ৫টি মোটরসাইকে চুরির ঘটনায় আতংক বিরাজ করছে জনমনে। প্রশাসনের তৎপরতায় মাঝে মাঝে চক্রের কিছু সদস্য ধরা পড়লেও অজানা কারনে উপড়ে ফেলা যায়নি তাদের শিকড়।
গত তিন সপ্তাহে উপজেলার লাউতা ইউনিয়নের কালাইউরা গ্রামের দুটি বাড়ি থেকে তালা ভেঙে তিনটি মোটরসাইকেল নিয়ে যায় চোর চক্র। অবশ্য এর মধ্যে একটি মোটরসাইকেল পৌরশহরের দাসগ্রাম এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। সবশেষ গত শনিবার উপজেলার শেওলা ইউনিয়নের কাকরদিয়া গ্রামের একটি ওয়াজ মাহফিল থেকে এক ছাত্রলীগ নেতার একটি বাইক চুরি ঘটনা ঘটে এর দুই দিন আগে পৌরশহরের মুরাদগঞ্জ দারুসসুন্নাহ টাইটেল মাদ্রাসার ওয়য়াজ মাহফিল প্রাঙ্গন থেকে আরেকটি মোটরসাইকেল চুরি হয়।
প্রবাসী অধ্যুষিত এই উপজেলায় চোরদের রয়েছে শক্ত সিন্ডিকেট, স্থানীয়দের দাবি দ্রুত এই সিন্ডিকেট চক্র চিহ্নিত করে তাদের আইনের আওতায় নিয়ে এসে উপযুক্ত শাস্তি প্রদান করা।
ভুক্তভোগী আবুল হোসেন খছরু নামের এক আওয়ামী লীগ নেতা বলেন, আমার মোটরসাইকেলটি গত বছর চুরি হয়ে যায়। আমি মসজিদের বাইরে রেখে নামাজে গিয়েছিলেন এসে দেখি কারা যেন আমার মোটরসাইকেলটি নিয়ে গেছে। আমাদের উপজেলায় এরকম ঘটনা প্রতিনিয়ত ঘটছে আমি এর সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। একই দাবী জানিয়ে ছাত্রলীগ নেতা হিরন জানান, এই চোর চক্রের হাতে কারো মোটরসাইকেল নিরাপদ নয়। ধুর্ত এসব চোরদের ধরতে প্রশাসনের আরো কঠোর নজরদারি প্রয়োজন বলে জানান তিনি।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায় বলেন, চুরি হওয়া মোটরসাইকেলগুলো উদ্ধার করার চেষ্টা চলছে এবং সেই চুরির সাথে যারা জড়িত রয়েছে তাদের চিহ্নিত করে ব্যাবস্থা নেয়া হবে।