তীব্র শীতে অসহায় বস্ত্রহীন ভবঘুরেরা, পাশে নেই কেউ

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা :: সকাল তখন আট ঘটিকা। মোটরসাইকেল যোগে বড়লেখার দৌলতপুর পার হয়ে সোনাই নদীর ব্রিজে উঠতে যাবো এমন সময় মানসিক প্রতিবন্ধী এক ভবঘুরে লোক আমার গাড়ির সামনে এসে দাঁড়ায়। আমি তখন গাড়ির গতি রোধ করে রাস্তার পাশে দাঁড়াই। কন কন ঠান্ডায় কাঁপছি আমি। চারদিকে তখনও ঘন কুয়াশা। এমন অবস্থায় সেই ভবঘুরে লোকটির গায়ে একটি জামাও নেই। একবারে খালি গায়ে সে ঘুরে বেড়াচ্ছে। যেখানে দুটি জ্যাগেট গায়ে লাগিয়ে শীতে কাপছি আমি সেখানে সেই ভবঘুরে লোকটির গায়ে কোন জামা নেই। আমি সেই লোকটিকে জিজ্ঞেস করলাম আপনার ঠান্ডা লাগে না! তখন লোকটি কোন জবাব দিলো না। হাত পেতে পাঁচটা টাকা চাইলো। চা খাবে।
আমি তাকে দশ টাকা দিলাম। সে চলে গেলো। পেছন থেকে ডাক দিয়ে আর তাকে থামানো গেলো না। আমি কিছু সময় তাকিয়ে থাকলাম। তীব্র শীতে কেমন করে খালি গায়ে সে চলাফেরা করছে। তার কি ঠান্ডা লাগে না? অবশ্যই লাগে। সেও তো রক্ত মাংসে মানুষ। হয়তো তাকে একটি জামা বা শীতের কাপড় দেওয়ার কেউ নেই। মুখ ফুটে চাইতে পারে না বলে কেউ তাকে সাহায্য করে না। পাগল বলে দুর দুর করে তাড়িয়ে দেয়।
শুধু এই লোকটি নয় আমাদের চারপাশে এরকম অসংখ্য ভবঘুরে লোক আছে যারা এই শীতে চরম কষ্টে দিনপার করছে। যাদের একটি শীতের জামা কিনে দেওয়া বা পাশে দাঁড়ানোর কেউ নেই। আমি বড়লেখার কথাই বলছি। সীমান্তবর্তী এই উপজেলার দশটি ইউনিয়নের প্রায় সবকটি ইউনিয়নেই এরকম মানসিক প্রতিবন্ধী ভবঘুরে লোক আছে। যারা রোদ বৃষ্টি ঝড় ঠান্ডায় চরম কষ্টে দিন কাটায়। সমাজের বিত্তশালী কিংবা প্রশাসনের তেমন একটা দৃষ্টি তাদের দিকে থাকে না। কিন্তু তারাও এদেশের নাগরিক। এদেশের মাটিতেই তাদের জন্ম।
এই শীতকালে অনেক বিত্তবানেরা সমাজের অবহেলিত মানুষকে শীতবস্ত্র দিয়ে সহযোগীতা করছেন। গরিব মানুষের পাশে দাড়াচ্ছেন। তারা চাইলেই এই ভবঘুরে মানুষদের পাশে দাঁড়াতে পারেন। একটি ভালো জ্যাকেট কিংবা চাদর তাদের গায়ে জড়িয়ে দিতে পারেন। তাথে কিছুটা হলেও তাদের শীত নিবারন হবে। মুখে ভালোবাসা জানাতে না পারলেও সৃষ্টিকর্তা এর প্রতিফলন দিবেন। সরকারি ভাবে অসহায় মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। জনপ্রতিনিধিরা অসহায় দরিদ্র মানুষদের খুঁজে খুঁজে তালিকা করে তাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন। কিন্তু সেই তালিকায় এইসব ভবঘুরে মানুষদের নাম উঠেনা। এদের ভোট নেই তাই জনপ্রতিনিধিরাও তাদের দিকে খেয়াল করে না। প্রশাসনের পক্ষ থেকেও তাদের দিকে তেমন একটা নজর থাকে না। ভবঘুরে এসব মানুষদের জন্য আসে না কোন সরকারি বরাদ্দ। অথচ দেশের নাগরিক হিসাবে সকল ধরনের সরকারি সুযোগ সুবিধা তাদের ভোগ করার কথা।
এ বিষয়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর বড়লেখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক ইকবাল হোসেন স্বপন জানান, এই শীতে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো মানসিক প্রতিবন্ধী এইসব মানুষদের পাশে দাঁড়ানো উচিত। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানরা তাদের পাশে দাঁড়ালে এই শীতে তাদের কষ্ট করতে হবে না। সরকারের উচিত এদের স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করা। এটা অবশ্য সময়সাপেক্ষ ব্যপার। তারপরও সরকারকে বলবো এইসব ছিন্নমূল মানুষদের স্থায়ী পুনর্বাসন করার জন্য।
বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.তাজ উদ্দিন বলেন, ভবঘুরে এসব মানুষদেন পাশে দাঁড়ানো উচিত। বিশেষ করে এই শীতে তাদের কষ্ট হয়। কাউকে কিছু বলতে পারে না। আমরা সাধ্যমত চেষ্টা করি এসব মানুষদের সহযোগিতা করার জন্য। আমি বড়লেখার সব ইউনিয়নের জনপ্রতিনিধিদের বলবো আপনারা যার যার অবস্থান থেকে এসব মানুষদের পাশে দাঁড়ান।
বড়লেখা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.সাইফুল ইসলাম বলেন, মানসিক প্রতিবন্ধী বা ভবঘুরে মানুষদের জন্য শীতবস্ত্র বিতরণের আমাদের কোন বরাদ্দ নেই বা উদ্যোগ নেই।