জুড়ী

বিএনপি নেতাকে দিয়ে জুড়ী ছাত্রদলের কমিটি

মৌলভীবাজারের জুড়ীতে দীর্ঘ প্রায় ৫ বছর পর আবারও আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছে মৌলভীবাজার জেলা ছাত্রদল। এতে মুজাহিদুল ইসলাম জয়দুল নামের উপজেলা বিএনপির এক নেতাকে আহবায়ক করা হয়েছে। সে জুড়ী উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক এবং বিবাহিত। যা ছাত্রদলের গঠনতত্ত্বের পরিপন্থী বলে অনেক ছাত্রদল নেতারা অভিযোগ করেছেন। ২১ সদস্যের কমিটির ৪জন বিবাহিত এবং একজন ছাত্রলীগের সক্রিয় নেতা বলে জানা গেছে।

ছাত্রদল সূত্রে জানা যায়, সর্বশেষ ২০১৬ সালের ৩ মার্চ আজহার আহমেদ ওয়াসিমকে আহবায়ক করে ১৫ সদস্য বিশিষ্ট জুড়ী উপজেলা শাখার কমিটি অনুমোদন করে তৎকালীন জেলা কমিটি। এর পর গত বছরের ২ ফেব্রুয়ারি কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল। দীর্ঘদিন কমিটি বিহীন থাকার পর ১৫ জানুয়ারী রাত ১০ টার দিকে মৌলভীবাজার জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া ও সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান সাক্ষরিত জেলা ছাত্রদলের আওতাধীন ৬ টি শাখার কমিটি ঘোষণা করা হয়। এতে ২১ সদস্য বিশিষ্ট জুড়ী উপজেলা শাখার ও কমিটি অনুমোদন করা হয়। কমিটিতে উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম জয়দুলকে আহবায়ক এবং আব্দুল্লাহ আল ইমনকে সদস্য সচিব করে কমিটি ঘোষণা করা হয়। অপর যুগ্ম আহবায়কদের মধ্যে ফয়জুর রহমান, সোহেল আহমদ, সাইদ বিন আহমদ, জুবের আহমদ, সাইফুল ইসলাম, বদরুল ইসলাম শান্ত, দেওয়ান মারজান মেহেদী, লুৎফুর রহমান ইমন প্রমুখ। নাম প্রকাশ্যে অনিচ্ছুক উপজেলা ছাত্রদলের নতুন কমিটির এক যুগ্ম আহবায়ক বলেন, এ কমিটি ছাত্রদলের কমিটি হতে পারে না। এই কমিটির আহবায়ক বিএনপি নেতা এবং বিবাহিত এবং আরও ৩ জন বিবাহিত রয়েছেন। জীবনে কোনদিন ছাত্রদলের অনুষ্ঠানে আসেনি তাদেরকে ও উপজেলার নেতা বানানো হয়েছে।

এ ব্যাপারে নতুন আহবায়ক মুজাহিদুল ইসলাম জয়দুল বলেন, আমি বিবাহিত এটা মিথ্যা রটানো, তাছাড়া আমি বিএনপির কমিটি থেকে পদত্যাগ করে ছাত্রদলের জন্য লবিং করেছি। বিএনপির কমিটিতে ছিলাম পদত্যাগ করার কারনে এখন নাই।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান বলেন, কেন্দ্র থেকে আমাদেরকে বলা হয়েছে এ রকম করার জন্য, তাই আমরা কমিটি দিয়েছি, কেন্দ্রের বাহিরে তো আমরা কিছু করতে পারি না।

জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া বলেন, কেউ অভিযোগ দেয়নি। বিবাহিত এবং ছাত্রলীগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Back to top button