বড়লেখায় ইউপি সদস্যের দাফন সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক, বড়লেখাঃ মৌলভীবাজারের বড়লেখার নিজবাহাদুরপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য শামীম আহমদের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার বাদ আসর পরগনাহী দৌলতপুর সিনিয়র আলীম মাদ্রাসা মাঠে তার নামাজের জানাযা শেষে দৌলতপুর মসজিদ সংলগ্ন গোরস্তানে তাকে দাফন করা হয়।
জানাজায় অংশ নেন বড়লেখা পৌরসভার সদ্য নির্বাচিত মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, নিজবাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ময়নুল হক,উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, দক্ষিন শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন, নিজবাহাদুরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলাল উদ্দিন প্রমুখ।
এর আগে বুধবার দুপুরে মৌলভীবাজার সদর হাসপাতালে ময়না তদন্ত শেষে পরিবারের হাতে লাশ হস্তান্তর করে বড়লেখা থানা পুলিশ।
উল্লেখ্য, মঙ্গলবার সকালে নিজবাহাদুরপুর ইউনিয়নের কবিরা গ্রামের বন্ধন ব্রিক ফিল্ড এলাকা থেকে শামীম আহমদের লাশ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তিনি হ্রদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।