বিয়ানীবাজার-বড়লেখায় সিএনজি চলাচল স্বাভাবিক
নিজস্ব প্রতিবেদক, বড়লেখাঃ বড়লেখা ও বিয়ানীবাজার উপজেলার সিএনজি চালিত অটোরিকশা চালকদের মধ্যে মারামারির ঘটনায় সোমবার দিনভর দুই উপজেলার মধ্যে সিএনজি চলাচল বন্ধ থাকার পর সমঝোতার ভিত্তিতে সিএনজি চলাচল আবারও স্বাভাবিক হয়েছে।বিয়ানীবাজার থানা পুলিশ ও শাহবাজপুর তদন্ত কেন্দ্রের মধ্যস্থতায় দুই পক্ষের নেতৃবৃন্দের সমঝোতার ভিত্তিতে সোমবার বিকেল থেকে গাড়ি চলাচল স্বাভাবিক হয়।
এদিকে দিনভর সিএনজি চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন দুই উপজেলার লক্ষাধিক সাধারন যাত্রীরা। বাড়ি থেকে বের হয়ে গন্তব্য স্থানে যেতে না পেরে অনেকেই বাড়ি চলে গেছেন। আবার অনেকে পায়ে হেটে বিয়ানীবাজার অংশে গিয়ে গাড়িতে উঠে গন্তব্য স্থানে গেছেন। সবচেয়ে বেশী বিপাকে পড়েছিলেন সিএনজির গ্যাস নেয়ার জন্য প্রতিনিয়ত বিয়ানীবাজার আসা সিএনজি চালকেরা।
জানা যায়, গত ৪ জানুয়ারি সোমবার দুপুরে বড়লেখার শাহবাজপুরে বিয়ানীবাজার উপজেলার দুই সিএনজি অটোরিকশা চালক জাহেদ আহমদ (২৪) ও রুবেল আহমদ (২৩) কথা কাটাকাটির এক পর্যায়ে মারধরের শিকার হন। পরে একই দিন বাদ আছর বিয়ানীবাজারের কানলি এলাকায় ও বিয়ানীবাজারের সুপাতলাস্থ গ্যাস ফিল্ডে মারধরের শিকার হন শাহবাজপুরের রাজা আহমদ (১৮), সাজেদুর ইসলাম(২২) রাসেল আহমদ (৩০ ) বট্লু আহমদ (৩০) হাসান আহমদ (২২) নামেরর পাঁচ সিএনজি অটোরিকশা চালক। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে দুই উপজেলায়। পরে দফায় দফায় সমাধানের চেষ্টা করা হলে শেষ পর্যন্ত সমাধান না হওয়ায় সোমবার দুই উপজেলার মধ্যে সিএনজি চলাচল বন্ধ করে দেন বিয়ানীবাজার ও বড়লেখার শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। আর এতে চরম ভোগান্তিতে পড়েন দুই উপজেলার সাধারণ যাত্রীরা। পরে সোমবার দুপুরে বড়লেখার চান্দগ্রামে শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্র ও বিয়ানীবাজার থানা পুলিশের মধ্যস্থতায় শ্রমিকদের মধ্যকার মারামারির ঘটনায় বিচারের তারিখ নির্ধারন করা হলে দুই উপজেলার মধ্যে গাড়ি চলাচল স্বাভাবিক হয়।
অটোরিকশা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন (২৩৫৯) এর বড়লেখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল হক বলেন, বিয়ানীবাজার থানা পুলিশ ও শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের মধ্যস্থতায় দুই উপজেলার মধ্যকার সমস্যার সমাধান হয়েছে। এখন দুই উপজেলায় গাড়ি চলাচল স্বাভাবিক হয়েছে। মারামারির ঘটনায় আগামী শুক্রবার চান্দগ্রামে দুই উপজেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে বিচার হবে।
শাহবাজপুর তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক (ইনচার্জ) খুরশেদ আলম বলেন, বিয়ানীবাজার থানা পুলিশ ও শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের মধ্যস্থতায় এবং দুই উপজেলার শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের উপস্থিতিতে গাড়ি চলাচল বন্ধের বিষয়টি সমাধান হয়েছে। আগামী শুক্রবার তাদের মধ্যকার মারামারির ঘটনায় নিজেদের মধ্যে বসে সমাধান করবে।