বড়লেখায় কবে শেষ হবে বিদ্যুৎ এর উন্নয়ন কাজ?
নিজস্ব প্রতিবেদক, বড়লেখাঃ পল্লী বিদ্যুতের ভেল্কিবাজিতে অতিষ্ট হয়ে উঠেছেন মৌলভীবাজারের বড়লেখা উপজেলার লক্ষাধিক গ্রাহক। প্রায় প্রতি সপ্তাহে মেইন লাইনে রক্ষনাবেক্ষন কাজের নাম করে সকাল থেকে বিকাল পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। ১১ কেভি লাইনের উন্নয়ন কাজের কথা বলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখায় গত কয়েকমাস থেকে তীব্র কষ্ট পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। এ নিয়ে চরম বিরক্তি ও ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলার গ্রাহকেরা।
সংলিষ্ট সুত্রে জানা যায়, গত সাড়ে চার মাসে ১১ কেভি মেইন লাইনের উন্নয়ন কাজের নাম করে বড়লেখা উপজেলায় প্রায় ১৯ দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। তার মধ্যে সেপ্টেম্বর মাসে ৩ দিন যথাক্রমে ২ সেপ্টেম্বর বুধবার, ১৪ সেপ্টেম্বর সোমবার, ২১ সেপ্টেম্বর সোমবার। অক্টোবর মাসে ৪ দিন যথাক্রমে ২ অক্টোবর শুক্রবার, ১৩ অক্টোবর মঙ্গলবার, ১৬ অক্টোবর শুক্রবার ও ৩০ অক্টোবর শুক্রবার। নভেম্বর মাসে সবচয়ে বেশি বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। এই মাসে সর্বোচ্চ ৭ দিন যথাক্রমে ৮ নভেম্বর শনিবার, ১২ নভেম্বর বৃহস্পতিবার, ১৩ নভেম্বর শুক্রবার, ১৮ নভেম্বর বুধবার, ২০ নভেম্বর শুক্রবার, ২৫ নভেম্বর বুধবার, ২৭ নভেম্বর শুক্রবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। বছরের শেষ মাস অর্থাৎ ডিসেম্বর মাসে ৩ দিন যথাক্রমে ১ ডিসেম্বর সোমবার, ৬ ডিসেম্বর রবিবার, ১৮ ডিসেম্বর শুক্রবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। বছরের শুরুতে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ২ দিন যথাক্রমে ১ জানুয়ারি শুক্রবার ও ৫ জানুয়ারি মঙ্গলবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে।
এদিকে, পল্লী বিদ্যুতের এমন ভেল্কিবাজি নিয়ে উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন রকম পোস্ট দিয়ে ক্ষোভ প্রকাশ করছেন। ঘন ঘন বিদ্যুৎ বিভাগের এমন আচরণে চরম বিরক্ত উপজেলার সাধারণ গ্রাহকেরা। তারা বলছেন লাইনের উন্নয়ন কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয় ঠিক আছে । তবে গত প্রায় এক বছর থেকে কি এই উন্নয়ন কাজ শেষ হয় না? আমাদের আর কত দূর্ভোগ পোহালে শেষ হবে ১১ কেভি আর ৩৩ কেভি বিদ্যুৎ এর লাইনের উন্নয়ন কাজ?
উপজেলার বেশ কয়েকজন শিক্ষার্থীদের অবিভাবক জানান, ছেলেমেয়েরা ঠিকমত পড়াশোনা করতে পারছে না। করোনা মহামারির কারণে স্কুল কলেজ বন্ধ রয়েছে। অনলাইনে শিক্ষার্থীরা ক্লাস করতে হচ্ছে। কিন্তু দেখা যায় শনিবার অনলাইনে গুরুত্বপুর্ন একটা ক্লাস আছে আর সেইদিনই বিদ্যুৎ এর উন্নয়ন কাজের কথা বলে সারাদিন বিদ্যুৎ বন্ধ রাখা হয়। এতে আমাদের ছেলেমেয়েরা চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়েন। এই সমস্যাটার দ্রুত সমাধন আশা করছি।
বড়লেখা সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারি অধ্যাপক নিয়াজ উদ্দিন বলেন, বিদ্যুৎ এর উন্নয়ন কাজের জন্য বৃহত্তর স্বার্থে মাঝে মাঝে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয় এটা আমাদের ছাড় দেওয়া উচিত। কেননা আমরাই নিরবিচ্ছন্ন বিদ্যুৎ সরবরাহ পেতে পল্লি বিদ্যুৎ অফিস নিরলস কাজ করে যাচ্ছে। তবে এই উন্নয়ন কাজে গতি আনতে হবে। দ্রুত কাজ সম্পন্ন করতে জনবল বৃদ্ধি করতে হবে। গত প্রায় এক বছর থেকে বিদ্যুৎ এর উন্নয়ন কাজের নাম করে প্রায় প্রতি সপ্তাহে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। এতে করে আমরা ভোগান্তিতে পড়ি।
এ ব্যাপারে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির জেনারের ম্যানেজার (জিএম) জিয়াউর রহমান বলেন, বড়লেখাবাসীকে নিরবিচ্ছন্ন বিদ্যুৎ সরবরাহ করার লক্ষে আমরা কাজ করে যাচ্ছি। সে জন্য গ্রাহকের কিছুটা সাময়িক অসুবিধা হলেও এটা বৃহত্তর স্বার্থে মেনে নেওয়ার অনুরোধ করছি। আশা করছি কয়েকদিনের ভিতরে কাজ শেষ হয়ে যাবে।