বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে জুয়েলারি দোকানে গ্রাহকের স্বর্ণ ও নগদ টাকা চুরিকালে হাতেনাতে মহিলা আটক

নিজস্ব প্রতিবেদকঃ বিয়ানীবাজার জামান প্লাজার একটি জুয়েলারি দোকানে থাকা মহিলা গ্রাহকের স্বর্ণ ও নগদ টাকা চুরিকালে এক মধ্যবয়সী মহিলাকে আটক করেছেন জামান প্লাজার ব্যবসায়ীরা। আজ রবিবার (১০ জানুয়ারি ) বিয়ানীবাজারের ব্যস্ততম শপিং মল জামান প্লাজার আঞ্জু জুয়েলার্সে দুপুরে এই চুরির ঘটনা ঘটে।

শেষ খবর পাওয়া পর্যন্ত চুরির অভিযোগে আটক মহিলাকে জামান প্লাজার অফিসে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে আটক মহিলার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। জিজ্ঞাসাবাদে একেক সময় একেক পরিচয় দিচ্ছেন এই মহিলা।

আঞ্জু জুয়েলার্সের মালিক জানান, তার দোকানে আসা এক মহিলা গ্রাহকের ব্যাগ চুরি করে পালিয়ে নিয়ে যাওয়ার সময় তারা এ মহিলাকে আটক করেন। মহিলা গ্রাহকের ব্যাগে স্বর্ন ও নগদ টাকা ছিলো।

বিস্তারিত আসছে

Back to top button