বিয়ানীবাজার জলঢুপে আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার উপজেলার জলঢুপে বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজ সংলগ্ন মাঠে আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। আজ শনিবার (৯ জানুয়ারি) ফাইনালে লাল দলের মুখোমুখি হয় নীল দল। এতে নীল দলকে ট্রাইবেকারে হারিয়ে জয় লাভ করে লাল দল।
ফাইনাল খেলায় জনপ্রিয় ক্রীড়া ধারাভাষ্যকার ইকবাল হোসেনের সঞ্চালনায় ও লাউতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ জলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলার ভাইস চেয়ারম্যান জামাল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার মহিলা কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান, লাউতা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ছামছুল হক, সাবেক ইউপি সদস্য ছফর উদ্দিন, লাউতা ইউনিয়ন পরিষদের মহিলা ইউপি সদস্য রোমানা আফরোজ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে জামাল হোসেন বলেন, খেলাধুলা তরুন সমাজকে মাদক থেকে দূরে রাখে। এই খেলাধুলার মাধ্যমে বর্তমান তরুন সমাজ দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, গ্রামের তরুনদের এই আয়োজন সত্যি প্রশংসনীয়।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ এবং টুর্নামেন্ট সেরাদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।