বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে ডিজিটাল যুগে এনালগ পাল্লার কারসাজি!

বিয়ানীবাজার টাইমস প্রতিবেদনঃ বৃহস্পতিবার ( ০৭ জানুয়ারি ) দুপুরে বিয়ানীবাজার টাইমসের অফিসে এক যুবকের আগমন। বেশভুষা এবং কথাবার্তায় মনে হলো তিনি গ্রামের যুবক। অফিসে এসে জানালেন তিনি এসেছেন একটি অসহায়ত্বের অভিযোগ জানাতে। বিয়ানীবাজার পৌরশহর থেকে ৬৫০ টাকা দামে মাংসের দোকান থেকে এক কেজি মাংস কিনেছিলেন, মাংসবিক্রেতা দাড়িপাল্লায় এক কেজি মাপার পর কতখানি চর্বি এবং হাড় বোনাস দিয়েছেন। তিনি অনেকটা খুশি হয়ে ব্যাগ নিয়ে সবজি বাজারে গিয়েছেন। ওজনে সন্দেহ হওয়ায় সবজি বাজারে থাকা ডিজিটাল পাল্লায় মেপে মাথায় আকাশ ভেঙ্গে পড়লো, ব্যাগে থাকা বোনাস চর্বি-হাড়সহ ও মাংস আছে মাত্র ৮০০ গ্রাম। বড়লেখা থেকে আসা সহজ সরল এ যুবক জানালেন মাংস সর্বসাকুল্যে ৬০০ গ্রাম হবে। তিনি বিয়ানীবাজার মেইন রোডের ঐ মাংস বিক্রেতার কাছে গিয়ে অভিযোগ জানালে উল্টো কটু কথা শুনে আসেন। তিনি অনুরোধ করে জানান, মাংস দোকানে দাড়িপাল্লার কারসাজি কমাতে মাপের ডিজিটাল মেশিন বসাতে যেনো আমরা সংবাদ পরিবেশন করি।

একই অভিযোগ জানালেন বিয়ানীবাজার পৌরশহরের ফুটপাত থেকে সবজি কেনা এক ভদ্রলোক। তিনি জানালেন প্রায়শই মাপে সঠিক দিচ্ছেন না বিক্রেতারা, তিনিও সবজি কিনে নিজে মাপ দিয়ে দেখেছেন কেজিপ্রতি ১০০ থেকে ১৫০ গ্রাম অনেকাংশে কম থাকে। তবে সব ব্যবসায়ী সমান নয় জানিয়ে তার দাবী ডিজিটাল পাল্লা থাকলে এ সমস্যা অনেকাংশেই কমে যাবে।

এমন অভিযোগ হরহামেশা লেগেই থাকে। অভিযোগের সত্যতা যাছাইয়ে বিয়ানীবাজার পৌরশহরের প্রায় প্রত্যেকটি মাংসের দোকানে ঘুরে প্রায় সবগুলো দোকানে ডিজিটাল এ যুগে নেই ডিজিটাল পরিমাপক যন্ত্র। আগের যুগের পাল্লা দিয়েই তারা মেপে দিচ্ছেন মাংস, এতে করে প্রতারিত হচ্ছেন গ্রাহকরা। ভোক্তা অধিকার আইন সম্পর্কে অনেকেই অজ্ঞ থাকায় বিষয়টি ধরা পড়লেও চেপে যান বেশীরভাগ।

এব্যাপারে বিয়ানীবাজার মোবাইল মার্কেটের ব্যবসায়ী সাদেক আহমদ বলেন, তাড়াহুড়োর কারনে অনেক সময় খেয়াল না করেই সবাই খরচ করি। এই সুযোগে একশ্রেনীর অসাধু ব্যবসায়ী মাপে সঠিক দেয়না, তবে ভোক্তাদের উচিত এব্যাপারে সতর্ক থাকা পাশাপাশি যথাযথ কর্তৃপক্ষ এব্যাপারে নজর দেয়া।

বিয়ানীবাজারে দীর্ঘদিনের মাংসবিক্রেতা ফখরুল ইসলাম জানান, পুরাতন পাল্লার পাশাপাশি তিনি ডিজিটাল পাল্লা দিয়েও পরিমাপ করেন, তবে বেশীরভাগ ব্যবসায়ী এখোনো পুরোনো পাল্লা দিয়ে মেপে মাংস বিক্রি করেন বলে তিনি স্বীকার করেন।

বিয়ানীবাজারের সবজি ব্যবসায়ী দেলোয়ার বলেন, তারা বেশীরভাগ সবজি ব্যবসায়ী মাপের জন্য ডিজিটাল মেশিন ব্যবহার করেন, তবুও কাচামাল হওয়ায় মাপে অনেক সময় একটু কম-বেশী হয়। তবে বিষয়টি নিয়মিত হলে ইচ্ছে করেই এটি করে থাকে ভ্রাম্যমান ব্যবসায়ীরা। এব্যাপারে প্রশাসনের সঠিক নজরদারি প্রয়োজন।

Back to top button