বিয়ানীবাজার সংবাদ

সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য নির্বাচিত বিয়ানীবাজারের সন্তান জাকির হোসেন

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য শহিদ পরিবারের সন্তান বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন এবার সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য নির্বাচিত হয়েছেন। আজ শুক্রবার (৮ জানুয়ারি) জেলা আওয়ামী লীগের পূর্নাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হলে একটি বিশ্বস্ত সুত্র নিশ্চিত করেছে সেখানে সদস্য হিসেবে জাকির হোসেনকে নির্বাচিত করা হয়েছে। জাকির হোসেন সহ বিয়ানীবাজারের আরো কয়েকজন গুরুত্বপূর্ণ রাজনীতিবিধ পুর্নাঙ্গ কমিটিতে স্থান পেয়েছেন।

জাকির হোসেন দীর্ঘ দিন থেকে বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগকে সু সংগঠিত করতে কাজ করে যাচ্ছেন এ ছাড়াও বিয়ানীবাজার ছাত্রলীগের দুর্দিনে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছেন তিনি। বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য ছিলেন দীর্ঘ দিন।

সব মিলিয়ে জাকির হোসেনকে সিলেট জেলা আওয়ামী লীগের পূর্নাঙ্গ কমিটির খবরে বিয়ানীবাজারে জাকির হোসেনের সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ উচ্ছাস দেখা দিয়েছে।

Back to top button