বিয়ানীবাজারে বিএনপির পাল্টাপাল্টি কমিটি, বিরোধ চরমে
বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার বিএনপির দুটি ইউনিয়ন নিয়ে পাল্টাপাল্টি কমিটি ঘোষনা করা হয়েছে। কমিটি নিয়ে উপজেলা আহ্বায়ক কমিটির বিরোধ চরমে, কার্যত দুইভাগে বিভক্ত হয়ে পড়েছে বিএনপির নেতাকর্মীরা। তবে দলে বিভাজনের কথা অস্বীকার করে উপজেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান জানান, এটি ভুল বুঝাবুঝি, শীঘ্রিই ভুল বুঝাবুঝির অবসান ঘটবে। উপজেলার ইউনিয়ন দুটি ৩নং শেওলা ইউনিয়ন এবং ৯ নং মোল্লাপুর ইউনিয়ন
বিএনপি দলীয় সুত্রে জানা যায়, ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি বিয়ানীবাজারের কমিটি বিলুপ্ত করে নজরুল ইসলাম খানকে আহ্বায়ক করা হয়। আহ্বায়ক কমিটি গঠন নিয়ে দুই গ্রুপে বিভক্ত হয়ে বিয়ানীবাজার বিএনপি। গত ৩১ ডিসেম্বর উপজেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান স্বাক্ষরিত প্যাডে ৭ ইউনিয়নের আহ্বায়কের নাম ঘোষণা করা হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান স্বাক্ষরিত কমিটিতে আলীনগর ইউনিয়নে সৈয়দ মোয়াজ্জেম হোসেন, চারখাইয়ে অহিদ আহমদ তালুকদার, শেওলায় জছনু আহমদ, কুড়ারবাজারে চেয়ারম্যান আবু তাহের, মাথিউরায় কছির আলী, তিলপাড়ায় তাজুল ইসলাম ও মুল্লাপুরে মো. মাতাবুর রহমানকে মনোনীত করা হয়। এরপর থেকেই বিএনপির বিরোধ মাথাছাড়া দিয়ে উঠে। এর দুইদিন পরে ২ মার্চ ঘোষিত শেওলা ইউনিয়নে পাল্টা আহ্বায়ক কমিটি ঘোষনা করেন আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য, উপজেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হোসেন পুতুল। এতে আলাউদ্দিন আলাইকে আহবায়ক করে ১৫ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। ৩ জানুয়ারি ২০২১ এ সেলিম আহমদকে আহ্বায়ক করে মোল্লাপুর ইউনিয়নেও পাল্টা কমিটির ঘোষনা করেন তারা।
পাল্টা কমিটি নিয়ে উপজেলা বিএনপির সাবেক সভাপতি, বর্তমান আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য নজমুল হোসেন পুতুল বলেন, ঘোষিত ৭টি ইউনিয়নের মধ্যে সকলকে নিয়ে ৫টি ইউনিয়নের আহ্বায়ক নির্ধারন করা হয়, কিন্তু শেওলা এবং মোল্লাপুর ইউনিয়ন আহ্বায়কের ক্ষেত্রে সবার মতামত না নিয়ে দীর্ঘদিন রাজনৈতিক কর্মকান্ড থেকে নিস্ক্রিয়দের আহ্বায়ক হিসাবে না আসার খবর তারা জানতে পেরে নেতাকর্মীদের দাবীর প্রেক্ষিতে আমরা দুই ইউনিয়নের নেতাকর্মীদের নিয়ে পাল্টা কমিটির ঘোষনা দিয়েছি।
পাল্টা কমিটির ব্যাপারে প্রশ্ন করলে উপজেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান জালালাবাদকে মুঠোফোনে জানান, তারা দলীয় গঠনতন্ত্র মেনে আহ্বায়ক কমিটির সকল সদস্যকে নিয়ে ৭ ইউনিয়নের আহ্বায়কের নাম ঘোষনা করেছেন, এখানে কেউ মনক্ষুন্ন হয়েছেন বলেই পাল্টা কমিটির ঘোষনা দিয়েছেন। তিনি আশা করেন দলীয় ফোরামে আলোচনার মাধ্যমে গঠনতন্ত্রের আলোকেই এর সমাধান হবে।