দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, বিয়ানীবাজারে টিসিবির পণ্য কিনতে দীর্ঘ লাইন
বিয়ানীবাজার টাইমসঃ বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৮ ঘটিকা বিয়ানীবাজার প্রমথ নাথ রোডের পয়েন্টে টিসিবি পণ্য কিনতে ভিড় করেছেন অনেক ক্রেতা। বেশীর ভাগ ক্রেতার দাবী দ্রব্যমুল্যের উর্ধ্বগতির কারনে অনেকটা বাধ্য হয়েই লম্বা লাইনে দাঁড়িয়েও নিত্য প্রয়োজনীয় দ্রব্য পেঁয়াজ, ভোজ্য তেল, চিনি কিনছেন।
প্রতিবেদকের সাথে কথা হয় লাইনের পাশে সন্তান কোলে নিয়ে দাঁড়ানো এক ভদ্র মহিলার সাথে, তিনি জানান, তার স্বামীর প্রাইভেট একটি কোম্পানীতে চাকুরি করেন। ভাড়া বাসায় থেকে দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে কারনে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাই এই শীতের রাতে লাইনে দাঁড়িয়ে টিসিবির পণ্য কিনছেন।
প্রবাসী অধ্যুশীত বিয়ানীবাজারে সাধারনত টিসিবি পণ্য কিনতে এতো লম্বা লাইন ধরতে হয়না, ক্রেতা থাকেন বেশীরভাগ অন্য জেলা থেকে আগত মানুষজন। তবে এবার লাইনে বেশীরভাগ ক্রেতা দেখাগেলো স্থানীয়। লাইনে দাঁড়ানো স্থানীয় এক বৃদ্ধ জানান, দোকানে এখোনো পেঁয়াজের মূল্য ৪০ টাকা টিসিবির মূল্যে ২০ টাকা কেজিদরে পেঁয়াজ কিনছেন তারা, পাশাপাশি ভোজ্যতেল কিনছেন লিটারপ্রতি বাজারের প্রায় ৪০ টাকা কমে।
এক বৃদ্ধের অভিযোগ লাইনে দাড়িয়েও মাঝে মাঝে খালি হাতে ফিরতে হয়, লাইন আসার আগেই পণ্য শেষ হয়ে যায়। সরকারের কাছে তার দাবী টিসিবির পন্যের পরিমান এবং আরো প্রয়োজনীয় দ্রব্যাদি বাড়ানোর।
টিসিবির পণ্য বিক্রেতা জানান, প্রতিদিন সন্ধ্যায় তারা এক মিনিট্রাক পণ্য নিয়ে আসেন, কিন্তু ঘন্টা দুয়েকের মধ্যে পণ্যে বিক্রি শেষ হয়ে যায়। দিনদিন ক্রেতার ভিড় বাড়ছে, ভিড় সামলাতে অনেক সময় হিমশিম খেতে হয়। তিনি জানান, বর্তমানে তারা সাদা পেঁয়াজ ২০টাকা কেজিদরে প্রত্যেককে ৫ কেজি, ৮০টাকা লিটারদরে ভোজ্যতেল দুই লিটার এবং ৫০ টাকা কেজিদরে চিনি বিক্রি করছেন।