বিয়ানীবাজার সংবাদ
শক্তিশালী ওরিয়ার্স ক্রিকেট ক্লাবের দাপুটে জয়
খন্দকার লোকমান ঃ আষ্টম বিয়ানীবাজার উপজেলা ক্রিকেট লীগের ৭ম ম্যাচে ৯ উইকেটের বিশাল জয় পেয়েছে ওয়ারিয়র্স ক্লাব বিয়ানীবাজার। আজ মঙ্গলবার (২৯ ডিসেম্বর) স্থানীয় পিএইচজি সরকারি মাঠে চারখাই চ্যালেঞ্জার্সের বিপক্ষে মুখোমুখি হয় তারকাবহুল ওয়ারিয়র্স ক্লাব বিয়ানীবাজার।
দুপুরে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় চারখাই চ্যালেঞ্জার। তবে তারকাবহুল ওয়ারিয়র্স ক্লাবের সায়েম ও নাদিরের বোলিং তোপে মাত্র ৬৭ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। ওয়ারিয়র্স ক্লাবের হয়ে সায়েম ৩ টি এবং নাদির ২ টি উইকেট লাভ করেন।
৬৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শিহাব ও মিজুর ব্যাটে ১ উইকেট হারিয়ে মাত্র ৬ ওভারে জয়ের দেখা পায় শক্তিশালী এই দলটি। ম্যাচ শেষ ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন সায়েম এবং মোস্ট এক্সাইটিং প্লেয়ার নাদির।