বড়লেখায় বিএনপি প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হচ্ছে
নিজস্ব প্রতিবেদক, বড়লেখাঃ মৌলভীবাজারের বড়লেখা পৌর নির্বাচনে মেয়র পদি প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনজন প্রার্থী।বাংলাদেশ আওয়ামিলীগ থেকে নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করেছেন বর্তমান মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী। বিএনপি থেকে ধানের শীষ প্রতিকে নির্বাচন করেছেন পৌর বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম। স্বতন্ত্র প্রার্থী হিসাবে মোবাইল ফোন প্রতিক নিয়ে নির্বাচন করেছেন বিশিষ্ট ব্যবসায়ী সাইদুল ইসলাম।
সোমবার অনুষ্ঠিত এই নির্বাচনে জয়লাভ করেছেন বর্তমান মেয়র নৌকা প্রতিকের প্রার্থী আবুল ইমাম মো. কামরান চৌধুরী। তিনি ৫,৯৭৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রার্থী মোবাইল ফোনের স্বতন্ত্র প্রার্থী সাইদুল ইসলাম। তিনি পেয়েছেন ৩০৮৬ ভোট।
অন্যদিকে বিএনপি মনোনিত ধানের শীষের প্রার্থী আনোয়ারুল ইসলাম পেয়েছেন ৫৯৪ ভোট। নিয়মানুযায়ী যে পরিমাণ ভোট পড়েছে, তার আট ভাগের এক ভাগ ভোট না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। সে অনুযায়ী
বিএনপির এই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হচ্ছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বড়লেখা পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৫ হাজার ৪৪৩ । এর মাঝে কাস্ট হয়েছে ৯ হাজার ৬৭৬ টি। অবৈধ ঘোষণা হয় ১৮ টি। সে হিসেবে ৯ হাজার ৬৭৬ ভোটের আট ভাগের এক ভাগ হয় ১ হাজার ২০৯টি। এ পরিমাণ ভোট না পেলেই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে।