বড়লেখায় সংরক্ষিত নারী কাউন্সিলর পদে বিজয়ী হলেন যারা
নিজস্ব প্রতিবেদক, বড়লেখাঃ মৌলভীবাজারের বড়লেখা পৌরসভা নির্বাচনে সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ড নারী কাউন্সিলর পদে রুকাইয়া আক্তার রিয়া ১ হাজার ৯৬ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেফালী রানী পাল চশমা প্রতীকে পেয়েছেন ১ হাজার ৫২ ভোট। সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ড নারী কাউন্সিলর পদে আছমা বেগম ১ হাজার ৯১৯ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার কিটতম প্রতিদ্বন্দ্বী জেবা আক্তার চৌধুরী পেয়েছেন ৭৩৯ ভোট। সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ড নারী কাউন্সিলর পদে রুজিনা বেগম ১ হাজার ৫৭৪ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাজনা আক্তার সুজন পেয়েছেন ১ হাজার ১৩৭ ভোট।
বড়লেখা পৌরসভার নয়টি ওয়ার্ডে মোট ভোটার ১৫ হাজার ৪৪৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৫২৩ জন ও মহিলা ভোটার হলেন ৭ হাজার ৯২০ জন। ১০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মোট ভোট পড়েছে ৯ হাজার ৬৫৮। বাতিল ভোট হয়েছে ১৮টি। বৈধ হয়েছে ৯ হাজার ৬৫৮। ৬২.৬৫ শতাংশ ভোটার ভোট দিয়েছেন।
এই প্রথম ইভিএম পদ্ধতিতে বড়লেখায় ভোট হয়েছে। ভোটারদের মধ্যে নতুন পদ্ধতির ভোট নিয়ে কিছুটা অস্পষ্ট ধারণা থাকলেও এই পদ্ধতিতে ভোট দিয়ে অনেকেই খুশি।