বড়লেখা

বড়লেখায় ধানের শীষ পেলো ৬২৪ ভোট!

নিজস্ব প্রতিবেদক,বড়লেখাঃ প্রথম বারের মতো মৌলভীবাজারের বড়লেখায় ইভিএম পদ্ধতিতে ভোট অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৮ টায় ভোট গ্রহণ শুরু হয়ে একটানা বিকাল ৪ ঘটিকা পর্যন্ত চলে। নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের মেয়র প্রার্থী বর্তমান মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সোমবার অনুষ্ঠিত নির্বাচনে তিনি পেয়েছেন ৫ হাজার ৯৮৮ ভোট। অন্যদিকে বিএনপি দলীয় ধানের শীষ প্রতীকের প্রার্থী আনোয়ারুল ইসলাম পেয়েছেন ৬২৪ ভোট। এছাড়া মোবাইল ফোন প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থী সাইদুল ইসলাম পেয়েছেন ৩০৮৯ ভোট।

বড়লেখা পৌর নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ শুরু হয় সোমবার সকাল ৮ ঘটিকায়। ভোট গ্রহণ শুরুর পর থেকেই কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন চোখে পড়ে।বিশেষ করে নারী ও তরুণ ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। প্রতিটি কেন্দ্রের সামনে আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীদের ভীড় থাকলেও বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি তেমন চোখে পড়েনি।

এদিকে মেয়র নির্বাচিত করায় পৌরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নবনির্বাচিত মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী।

Back to top button