বড়লেখা

সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সবধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে : বড়লেখায় এসপি

নিজস্ব প্রতিবেদক, বড়লেখাঃ  মৌলভীবাজারের বড়লেখায় আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন মৌলভীবাজারের পুলিশ সুপার (এসপি) ফারুক আহমেদ। বৃহস্পতিবার দুপুরে তিনি সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বড়লেখা মোহাম্মদিয়া ফাজিল মাদ্রাসা ভোটকেন্দ্র পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের বলেন, ‘আগামী ২৮ ডিসেম্বরের পৌরসভা নির্বাচন সামনে রেখে পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় সে জন্য পুলিশি পোশাকে ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে কাজ করবে। ভোটাররা যাতে নির্বিঘেœ ভোট দিতে পারেন, সে লক্ষ্যে সবধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে’।

পরিদর্শনকালে তার সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউসার দস্তগীর, বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার, জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী, বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন দেবনাথ, থানার উপ পরিদর্শক (এসআই) প্রভাকর রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

Back to top button