কাল বৃহস্পতিবার বিয়ানীবাজারের একাংশে থাকবে না বিদ্যুৎ

বিয়ানীবাজার টাইমস ডেস্কঃ কাল বৃহস্পতিবার জরুরি মেরামত, সংরক্ষণ ও উন্নয়ন কাজের জন্য সকাল-বিকাল গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন ইউনিয়নে আংশিক এলাকায় সকাল ৭টা থেকে বিকাল ৪টা বিদ্যুৎ থাকবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
পল্লী বিদ্যুৎ জোনাল অফিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকাল ৭টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কাজের আওতাধীন সময় নির্ধারণ করা হয়েছে বলে জানা যায়। কাজ চলাকালীন সময়ে উপজেলা তিলপারা ও মাথিউরা ইউনিয়নের আংশিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে উপজেলার অন্যান্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে।
পল্লীবিদ্যুৎ বিয়ানীবাজার জোনাল অফিসের ডিজিএম অভিলাষ চন্দ্র পাল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোলাপগঞ্জের সুনামপুর সাবস্টেশনে রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজের জন্য ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। অভিলাষ চন্দ্র পাল আরও বলেন, কাজ শেষ হয়ে গেলেই বিকাল ৪টা থেকে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে। সাময়িক সময়ের জন্য বিদ্যুৎ সরবরাজ বন্ধ রাখায় গ্রাহকদের অসুবিধা হবে- এজন্য আমরা দুঃখিত।