বিয়ানীবাজার সংবাদ

ফুটপাত উচ্ছেদে হার্ডলাইনে বিয়ানীবাজার পৌরসভা, হিজড়াদের হামলার শিকার পৌরসভা ইঞ্জিনিয়ার

সিনিয়র প্রতিবেদকঃ বিয়ানীবাজার পৌরশহরের সড়কের পাশ দখল করে অবৈধ ভাবে দখল করা ব্যবসায়ীদের উচ্ছেদ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন পৌরসভার ইঞ্জিনিয়ারসহ ৫ কর্মচারী।

ভাংচুর করা হয়েছে পৌরসভার গাড়ী। হামলার পরও পুলিশের সহযোগিতায় বিয়ানীবাজার পৌর শহরের প্রধান সড়ক থেকে ভাসমান ব্যবসায়ীদের দখল উচ্ছেদ করতে সক্ষম হয়েছে পৌরসভা কর্তৃপক্ষ। এদিকে পৌরসভার কর্মীদের উপর হামলার ঘটনায় থানায় নিয়মিত মামলার প্রস্তুুতি চলছে। অবৈধ দোকানপাঠ উচ্ছেদের ফলে বিয়ানীবাজার পৌর শহরের সৌন্দর্য্য ফিরে এসেছে।

জানাযায়, বিয়ানীবাজার পৌর শহরের প্রধান সড়কের পাশ দখল করে দীর্ঘ দিন থেকে তৃতীয় লিঙ্গের কতিপয় লোক ব্যবসা পরিচালনা করে আসছে। তাদের অনুসরন করে কতিপয় ব্যবসায়ী সড়কের পাশ দখল করে সবজিসহ নানা ধরণের ব্যবসা শুরু করেন। এতে করে পথচারী ও যান চলাচলে বিঘ্নের সৃষ্ঠি হয়। প্রতিদিন ঘটে একের পর এক ঘটনা।

এ নিয়ে বিয়ানীবাজার টাইমসসহ কয়েকটি গনমাধ্যমে সংবাদ প্রকাশ হলে পৌরসভা কর্তৃপক্ষ তা নজরে এনে উচ্ছেদ অভিযানের পরিকল্পণা করে।

আর সেই মোতাবেক বুধবার দুপুরে বিয়ানীবাজার পৌরসভা কর্তৃপক্ষ থানা পুলিশের একটি দল সাথে নিয়ে অভিযানে নামে। পৌরসভার কর্মচারীরা ভাসমান ব্যবসায়ীদের উচ্ছেদ করতে গেলে তৃতীয় লিঙ্গের কতিপয় লোক তাদের উপর হামলা চালায় এবং পৌরসভার গাড়ীতে ভাংচুর চালায়।

বিয়ানীবাজার পৌরসভার নক্সাকার আশরাফুল আলম জানান, উচ্ছেদ অভিযান শুরু করলে তৃতীয় লিঙ্গের লোকের সাথে স্থানীয় ভ্যবসায়ীরা মিলে তাদের কর্মচারীদের উপর হামলা চালায় এবং ট্রাক ভাংচুর করে। এ নিয়ে মামলার প্রস্তুুতি চলছে বলে তিনি জানান।

মেয়র মোঃ আব্দুস শুকুর জানিয়েছেন, কোন ক্রমেই ব্যবসায়ীদের সড়কে বসে ব্যবসার সুযোগ দিবেন না।

Back to top button