বিয়ানীবাজার সংবাদ

দুই যুগ থেকে অবহেলা অযত্নে শহীদ গোবিন্দ চন্দ্র দেবের স্মৃতি ফলক

মহসিন রনি, নিজস্ব প্রতিবেদক – ১৯০৭ সালে সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নে জন্ম গ্রহন করেন বিখ্যাত দার্শনিক গোবিন্দ চন্দ্র দেব। শিক্ষায় দিক্ষায় নিজের যোগ্যতা প্রমান করে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিদ্যার অধ্যাপক ছিলেন বিয়ানীবাজারের এই সন্তান। ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে পাকিস্তানী হানাদার বাহিনী নৃশংস ভাবে হত্যা করে জাতির এই শ্রেষ্ঠ সন্তানকে।

তবে দেশ স্বাধীন হওয়ার ৪৯ বছরেও গোবিন্দ চন্দ্র দেবের জন্ম স্থানে তার স্মরণে কোনো পাঠাগার বা স্মৃতিচারন মুলক কিছু তৈরি হয়নি। তবে স্বান্তনা হিসেবে ১৯৮৭ সালে সীমিত আকারে লাউতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি স্মৃতি ফলক স্থাপিত করে উপজেলা প্রশাসন পরবর্তীতে ১৯৯৪ সালে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম আফজালুর রহমান স্থায়ী ভাবে স্মৃতি ফলকটিতে রূপ দেন। তবে দীর্ঘ দুই যুগের বেশি সময় অতিবাহিত হলেও গোবিন্দ চন্দ্র দেবের স্মরণে এ স্মৃতি ফলকটি অবহেলা অযত্নে পড়ে আছে। স্থানীয়দের অভিযোগ প্রতিবছর শহীদ বুদ্ধিজীবি দিবসে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসলে ঊর্ধ্বতন কর্মকর্তারা এই স্মৃতি ফলকটিতে আর কাজ করাননা।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য সামছুল ইসলাম বলেন, প্রতি বছর শহিদ বুদ্ধিজীবি দিবস আসলে সবাই জি সি দেব কে স্মরণ করে। তবে আজ পর্যন্ত জি সি দেবের স্মরণে কোনো পাঠাগারবা স্মৃতি চারণ মুলক কিছু গড়ে উঠেনি।

লাউতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গৌছ উদ্দিন বলেন, আমি বিভিন্ন সময় প্রশাসনের সাথে কথা বলেছি, শহিদ গোবিন্দ চন্দ্র দেব আমাদের এলাকার অহংকার তার স্মৃতি ফলক নিশ্চয়ই নতুনত্ব এনে কাজ করা দরকার প্রয়োজন হলে এ বিষয়ে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আবার কথা বলবো।

বিয়ানীবাজার প্রেস ক্লাবের সভাপতি সজিব ভাট্টাচার্য বলেন, তরুন প্রজন্মের কাছে এখনো অজানা রয়েছে যে বিয়ানীবাজারের সন্তান জিসি দেব একজন শহিদ বুদ্ধিজীবি, প্রশাসনের উচিত স্থানীয়দের সহযোগিতা নিয়ে জিসি দেবের রেখে যাওয়া ভুমিতে একটি পাঠাগার স্থাপন সেই সাথে স্মৃতি ফলকটিতে নতুনত্ব আনা।

ডঃ জিসি দেবের অরক্ষিত স্মৃতিফলকের ব্যাপারে বক্তব্য নিতে গিয়ে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসারের অফিসে গিয়ে তাকে পাওয়া যায়নি এবং পরে মুঠোফোনে ফোন করলেও তিনি সাড়া দেননি।

স্থানীয় সহ সুধিজনদের দাবি দেশের জন্য জিসি দেবের এই আত্নত্যাগ স্মরণ করে রাখবে এই এলাকার মানুষ। তবে তরুন প্রজন্মের কাছে জাতির এই শ্রেষ্ঠ সন্তান সম্পর্কে অজানা তথ্য পৌছে দিতে হবে এবং অরক্ষিত স্মৃতি ফলক রক্ষিত করতে হবে।

Back to top button