বিয়ানীবাজার সংবাদ

শ্রদ্ধা-ভালোবাসায় বিয়ানীবাজারে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হচ্ছে

বিয়ানীবাজার টাইমসঃ আজ ১৪ই ডিসেম্বর, জাতীয় শহীদ বুদ্ধিজীবি দিবস। শ্রদ্ধা-ভালোবাসায় এবং বিভিন্ন আয়োজনে বাঙ্গালী জাতির সূর্যসন্তানদের স্মরন করছে বিয়ানীবাজারবাসী।  বুদ্ধিজীবি দিবস উপলক্ষে সোমবার (১৪ ডিসেম্বর) সকালে বিয়ানীবাজার উপজেলা পরিষদে নির্মিত অস্থায়ী বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রশাসন, রাজনৈতিক দল ও নানা শ্রেণি-পেশার মানুষ।

সকালে অস্থায়ী স্মৃতিসৌধে একে একে পুস্পার্ঘ্য অর্পণ করেন বিয়ানীবাজার উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী মাহবুবের নের্তৃত্বে প্রশাসনের কর্মকর্তারা, বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব এবং ভাইস-চেয়ারম্যান জামাল হোসেনের নের্তৃত্বে উপজেলা পরিষদ, বিয়ানীবাজার পৌরসভার মেয়র আব্দুস শুকুরের নেতৃত্বে বিয়ানীবাজার পৌর পরিষদ, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগসহ সমমনা রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

পরে উপজেলার লাউতা ইউনিয়নের লাউতায় শহীদ ড. জিসি দেবের বাড়ীতে নির্মিত স্মৃতি সৌধে পুস্পার্ঘ্য অর্পণ করেন উপজেলা প্রশাসন, পৌর পরিষদ, বিয়ানীবাজার প্রেসক্লাব ও আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

এছাড়াও শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করেছে বিয়ানীবাজার সরকারি কলেজ কর্তৃপক্ষ। সকালে শিক্ষক মিলনায়তনে দর্শন বিভাগের প্রধান মোঃ শহীদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তারিকুল ইসলাম।

 

 

 

Back to top button