বিয়ানীবাজার সংবাদ

ফতেহপুরে কিশোর সংঘের ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন

বিয়ানীবাজার পৌরসভার ফতেহপুর কিশোর সংঘের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। গত পরশু শুক্রবার ( ১১ ডিসেম্বর) সন্ধ্যায় এ টুর্নামেন্ট এর উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগ বিয়ানীবাজার উপজেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আব্দুস শুকুর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ব্যাডমিন্টন এসোসিয়েশন এর সভাপতি এবাদ আহমেদ,সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, কাউন্সিলর নাজিম উদ্দিন, সিলেট জেলা ছাত্র লীগের সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক পাবেল মাহমুদ, ফ্রান্স কমিউনিটি নেতা হাজি জাহেদ হোসেন, ব্যাবসায়ী আবুল হোসেন,ফতেহপুর কিশোর সংঘের সভাপতি জুয়েল আহমেদ এবং সাধারণ সম্পাদক কবির আহমেদ প্রমুখ।

একদিনে এ টুর্নামেন্টের ফাইনাল শেষ হয়। টুর্নামেন্টে মিজান-রিপন জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রায়হান ইউকে জুটি। ম্যাচ শেষে বিজয়ী ও রানার্সআপদের মধ্যে পুরষ্কার তুলে দেন অতিথিরা। টুর্নামেন্টকে সফল করতে মিনহাজুর রশিদ পায়েল,রেজাউল হক নিশাত,এস এম শাওন,তারেক,রাতুল, অপু অক্লান্ত পরিশ্রম করেন।

বিজ্ঞপ্তি 

Back to top button