বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজার থেকে সরাসরি কক্সবাজারে বাস সার্ভিস চালু

বিয়ানীবাজার টাইমসঃ সাগর পাড়ে যেতে প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজারের মানুষের নানা ভাবে গাড়ি বদল করে সময় ব্যয় করে যেতে হয়। তবে এবার কক্সবাজারে যেতে বিয়ানীবাজার থেকে সরাসরি কক্সবাজারের বাস সার্ভিস চালু হয়েছে। আজ শনিবার (১২ ডিসেম্বর) বিয়ানীবাজার টু কক্সবাজার বাস সার্ভিসটি চালু করে এস ,পি ট্রাভেলস। বিয়ানীবাজার রুপসী বাংলা এবং এনা কাউন্টারে পাওয়া যাবে টিকিট।

এস পি ট্রাভেলস এর পরিচালক কল্লান চক্রবর্তী বলেন, দীর্ঘ দিন থেকে বিয়ানীবাজারের মানুষ কক্সবাজারে যেতে প্রায় তিন চার জায়গায় গাড়ি বদল করে। তাদের কষ্টের কথা মাথায় রেখে আমরা আজ থেকে বিয়ানীবাজার টু কক্সবাজার বাস সার্ভিস চালু করেছি।

এ ছাড়াও টিকেট ক্রয় কিংবা যেকোনো তথ্য জানতে কর্তৃপক্ষ ০১৭১০৯৪৩৭৭০ মোবাইল নাম্বারে যোগাযোগ করার আহবান জানিয়েছে৷

Back to top button