বড়লেখা

বড়লেখায় সেচ্ছাসেবক দলের সভাপতি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,বড়লেখাঃ মৌলভীবাজারের বড়লেখায় কাঠালতলি ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল মালিককে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ এসল্ট মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় মঙ্গলবার রাতে কাঠালতলি বাজারে তার নিজ ব্যবসা প্রতিষ্টান থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। আব্দুল মালিক কাঠালতলি ইউনিয়নের বালুচর গ্রামের মৃত হাসিব আলীর পুত্র।

মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ি) আসনের বিগত নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেন,পুলিশ কাঠালতলি ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল মালিককে গ্রেফতার করেছে।আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই।আমরা আব্দুল মালিকের নিঃশর্ত মুক্তি কামনা করছি।

বড়লেখা থানার ওসি জাহাঙ্গীর আলম সর্দার জানান,আব্দুল মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকায় মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারের পর তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Back to top button