বিয়ানীবাজার সংবাদ

সাবেক শিক্ষামন্ত্রী নাহিদের রোগমুক্তি কামনায় বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের দোয়া মাহফিল

বিয়ানীবাজার টাইমসঃ সিলেট-৬ আসনের সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে উপজেলা আওয়ামীলীগ। রবিবার (০৬ ডিসেম্বর) বিকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অডিটোরিয়ামে দোয়া মাহফিলে উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ সভাপতি আতাউর খানের সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক দেওয়ান মাকসুদুল আউয়াল।

পরে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিয়ানীবাজার উপজেলা ও পৌর আওয়ামীলীগ। রবিবার (০৬ ডিসেম্বর) বিকালে বিয়ানীবাজার পৌরশহরের উত্তর বাজার থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার উত্তর বাজারে গিয়ে শেষ হয়।

এসময় জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার সাথে জড়িতদের মৌলবাদী আখ্যা দিয়ে তাদের বিচারের দাবী জানান তারা।

বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান খান এবং দেওয়ান মাকসুদুল আউয়ালের নের্তৃত্বে বিক্ষোভ মিছিলে বিয়ানীবাজার উপজেলা ও পৌর আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নের্তৃবৃন্দ।

Back to top button