গোলাপগঞ্জে অস্ত্রসহ এক ডাকাত গ্রেফতার
নিউজ ডেস্ক- পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী গোলাপগঞ্জ সার্কেল সিলেট এর নির্দেশক্রমে অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী গোলাপগঞ্জ মডেল থানা, সিলেট এর তত্ত্বাবধানে গত ৩০/১১/২০২০ইং তারিখ বিকাল ০৩.৩০ ঘটিকার সময় সংগীয় অফিসার ফোর্সসহ থানা এলাকায় বিভিন্ন স্থানে ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান পরিচালনাকালে গোলাপগঞ্জ পৌরসভা ৪নং ওয়ার্ডের স্বরসতী খামারগাঁও সাকিনস্থ শমসাই আলীর বাড়ীর পিছনে পরোয়ানাভূক্ত আসামী আবুল হোসেন (৪৪), পিতা-মৃত মুক্তই মিয়া, সাং-ভাদেশ্বর মাসুরা, থানা-গোলাপগঞ্জ, জেলা-সিলেটকে ওয়ারেন্ট মূলে আটক করা হয়।
আসামীর দেহ তল্লাসী করিয়া তার হেফাজত হতে দেশীয় তৈরী একটি পাইপগান উদ্ধার করার হয়। এই সংক্রান্তে এসআই/মামুনুর রশীদ বাদী হইয়া উদ্ধারকৃত পাইপগান ও ধৃত আসামী আবুল হোসেনসহ থানায় এজাহার দাখিল করিলে গোলাপগঞ্জ মডেল থানায় একটি অস্ত্র মামলা রুজু হয়। গ্রেফতারকৃত আসামী আবুল হোসেন একজন পেশাগত ডাকাত তার বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানাসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে।
উল্লেখ্য যে, গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত চার আসামিকে গ্রেফতার করা হয়। উক্ত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
সিলেট জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ লুৎফর রহমান জানান যে, পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম সিলেট মহোদয়ের নির্দেশক্রমে অস্ত্র উদ্ধার অভিযান আরো বৃদ্ধি করা হয়েছে