বিয়ানীবাজার সংবাদ
মাস্ক না পরায় বিয়ানীবাজারে পাঁচজনকে জরিমানা
নিজস্ব প্রতিবেদক ঃ করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলা করতে তৎপর বিয়ানীবাজার উপজেলা প্রশাসন, এবার ধারাবাহিক ভাবে রবিবার (২৯ অক্টোবর) বিয়ানীবাজার পৌর শহরের প্রমথনাথ সড়কে (কলেক রোড) মাস্ক না পরায় ৫ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বিয়ানীবাজার উপজেলা সহকারী কমিশনার (ভুমি)মোসফিকীন নুরের নেতৃত্বে এ অভিযান পরিচালনা হয়। এ সময় বিয়ানীবাজার থানা পুলিশ এবং উপজেলা ভুমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা তাকে অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।
ভ্রাম্যমান আদালত মাস্ক পরে প্রয়োজন কাজ করতে এবং করোনা প্রতিরোধে সচেতন থেকে শারিরীক দুরত্ব মেনে চলার জন্য উপস্থিত সবাইকে আহবান জানানো হয়।
ভ্রাম্যমান আদালত মাস্ক না পরার কারণে ৫জনের প্রত্যেককে ৫০ টাকা করে জরিমানা করেন।