বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে ঝুঁকি নিয়ে প্রবাসের দিকে ঝুকছে তরুণরা

মহসিন রনি- প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজার তাই তো জন্মের পর থেকেই পরিবারের ইচ্ছায় আদিপুরুষদের মতো ইউরোপ কিংবা আমেরিকার দেশ গুলোতে পাড়ি জমাতে হয় এই উপজেলার তরুণদের। গত পাঁচ বছরে উপজেলার কয়েকশো তরুণ সাগর পথে প্রাণ হারিয়েছে এদের মধ্যে কেউ হারিয়ে গেছে জঙ্গল গহিন বনে এবার কেউ কেউ কাজ না পেয়ে ফিরে এসেছেন নীড়ে।

খালেদ আহমেদ জীবিকার তাগিদে লিবিয়া হয়ে ইতালি যাওয়ার পথে সাগরে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। জানান তার সেই স্মৃতির কথা, সাতার কেটে সাগর পথে প্রায় কয়েক কিলোমিটার পথ পাড়ি দিতে হয় অনেক সময় স্রোতে নিজের ভারসাম্য ধরে রাখা সম্ভব হয়না। সেখান থেকে মায়ের দোয়া নিয়ে বেচে ফিরেছেন তিনি,বর্তমানে সিলেটের একটি শপিংমলে কাজ করছেন জীবিকার তাগিদে।

জীবিকার তাগিদে বিয়ানীবাজারের আরেক তরুন মামুনুর রশিদ গ্রীসের প্রায় এক বছর থেকে আছেন। করোনায় থেমে আছে তার জীবন, দেশে থাকতে স্বপ্ন দেখতে ইউরোপের দেশ ইতালি কিংবা ফ্রান্স যাওয়ার কিন্তু অনিশ্চিত ভবিষ্যৎ আর দুঃখে দিন পার করছেন নিজের পরিবারের দিকে তাকিয়ে।

ফতেহপুর গ্রামের আরেক তরুণ ইমন আহমেদ সাগর পথে লিবিয়া হয়ে ইতালি যাওয়ার পথে প্রায় ৪ বছর থেকে নিখোঁজ। আজও তার অপেক্ষায় প্রহর গুনছেন তার পরিবার, কেউ কেউ বলছেন ইমন আর বেচে নেই তবে আশা ছাড়তে নারাজ তার মমতাময়ী মা।

গত পাঁচ বছরে বিয়ানীবাজারের কয়েকশো মায়ের বুক খালি হয়েছে ইউরোপ যাওয়ার পথে। ইমনদের মত হাজারো ইমনের অপেক্ষায় আজও বসে আছেন তাদের মায়েরা, তারা জানে না কবে ফিরবে ইমন তবে বুক বাধা আশা নিয়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছেন ফেরার অপেক্ষায়।

Back to top button