বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা, আরো ৬ জন করোনা পজিটিভ

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারে শীত বাড়ার সাথে সাথে আবারো বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। আজ শনিবার আরো ৬ জন করোনা আক্রান্ত রোগীর সংবাদ জানিয়েছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।

দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে এসব তথ্য জানায়। এনিয়ে উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৩২ জনে।

নতুন করে আক্রান্তদের মধ্যে উপজেলার চারখাই ইউপির সাচান এলাকায় ১জন, আদিনাবাদ এলাকার ১জন, তিলপাড়া ইউনিয়নের পীরেরচক গ্রামের ১ জন, মুড়িয়া ইউপির আস্টগরি ইউনিয়নের ১ জন, কুড়ারবাজার ইউপির দেউলগ্রামের ১ জন, পৌরসভা নয়াগ্রাম এলাকার ১জন।

উল্লেখ্য, বিয়ানীবাজারে করোনা আক্রান্ত ৪৩২ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৮৪ জন, মৃত্যুবরন করেছেন ২৪ জন এবং বাকিরা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে চিকিৎসাধীন।

Back to top button