বিয়ানীবাজারে ভবন থেকে পড়ে গিয়ে মৃত্যু ;জামিলের অশ্রুসিক্ত বিদায়

নিজস্ব প্রতিবেদক- বিয়ানীবাজার তিনতলা ভবন থেকে পড়ে বাইশ তম দিনে চিকিৎসারত অবস্থায় মারা গেছেন জামিল আহমদ (২২) নামের এক যুবক। গত ৩ নভেম্বর বিয়ানীবাজার পৌর শহরে নয়াগ্রামে একটি বাড়িতে এলুমিনিয়ামের কাজে তিন তলা ভবনে উঠলে সেখান থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হোন। বিয়ানীবাজার থেকে তাকে সিলেট প্রেরণ করা হলে মৃত্যুর সাথে দীর্ঘ বাইশ দিন পাঞ্জা লড়ে মঙ্গলবার দিবাগত রাতে সিলেটের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
এদিকে,জামিলের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া জনপ্রতিনিধি সহ স্থানীয় সকলে তার এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন।
আজ বুধবার বাদ জোহর স্থানীয় পিএইচজি মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয় এতে বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান মেয়র সহ সর্বস্তরের মুসল্লীরা অংশগ্রহণ করেন। এ সময় নিহত জামিলের ফুফাতো ভাই সকলের কাছে তার কোনো ভুল থাকলে ক্ষমা করে দেয়ার কথা বলেন।
স্থানীয় আরাফাত নামের এক তরুন বলেন, জামিল খুব ভালো মনের মানুষ ছিল। গত ৩ নভেম্বর তিন তলা ভবন থেকে পড়ে গেলে তাকে চিকিৎসার জন্য সিলেট নিয়ে যাওয়া হয় সেখান চিকিৎসাধীন অবস্থায় আজ সে শেষ নিশ্বাস ত্যাগ করে।