বিয়ানীবাজার সংবাদ
বিল্ডিং থেকে পড়ে বিয়ানীবাজারে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: বিয়ানীবাজার নয়াগ্রামের জামিল আহমেদ নামের এক যুবক বিল্ডিং থেকে পড়ে গিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেছেন (ইন্নালিল্লাহি … … … রাজিউন)। তিনি গতকাল মঙ্গলবার দিবাগত রাতে সিলেটে একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন।
সুত্র জানায়, গত ৩ নভেম্বর বিয়ানীবাজার পৌরশহরের কর্মরত অবস্থায় ৩ তলা ভবন থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়ে সিলেটের আল হারামাইন হাসপাতালে ভর্তি হোন এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।
নিহত জামিলের জানাজার নামাজ আজ বাদ জোহর পিএসজি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে এতে সকলের উপস্থিতি কামনা করেছেন তার স্বজনরা।