বিয়ানীবাজার সংবাদ
বিয়ানীবাজারে আরো ৩জন প্রবাসীর করোনা শনাক্ত
বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারে আবারো নিয়মিত করোনা আক্রান্ত রোগী শনাক্ত হচ্ছে। মানুষের মধ্যে সচেতনতা না থাকায় করোনার বিস্তার ঘটছে বলে মনে করছেন চিকিৎসকরা।
আজ রবিবার দিবাগত রাতে আরো ৩ জন প্রবাসীর করোনা আক্রান্তের খবর জানিয়েছে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্স সুত্র। রাতে হাসপাতালের অফিসিয়াল ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়। এনিয়ে উপজেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪২৩ জনে।
করোনা আক্রান্ত সকল রোগী প্রবাসী বলে জানা গেছে। তবে তাদের পরিচয় প্রকাশ করেনি হাসপাতাল কর্তৃপক্ষ।
উল্লেখ্য, করোনা আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৮২ জন, মৃত্যুবরন করেছেন ২৪ জন এবং বাকীরা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে চিকিৎসাধীন।