নামেই ৫০ শয্যা বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্স, জনবল সংকটে সেবা ব্যাহত

বিশেষ প্রতিনিধি-বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নামেই ৫০ শয্যার হাসপাতাল। ৫০ শয্যায় উন্নীত করার আড়াই বছরেও পূরণ হয়নি ৩১ শয্যার জনবল। কয়েক বছর ধরে জনবল সংকটে ভুগছে হাসপাতালটি। ৩১ শয্যার ঘাটতি জনবল নিয়ে ৫০ শয্যার হাসপাতালের সেবা দিতে একদিকে কর্তৃপক্ষকে প্রতিনিয়ত হিমশিম খেতে হচ্ছে, অন্যদিকে উপজেলাবাসীর স্বাস্থ্যসেবাও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
জানা গেছে, ৩১ শয্যার বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটির জনবল সংকট থাকা অবস্থায় ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম প্রধান অতিথি হিসেবে হাসপাতালটির ৫০ শয্যার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ৫০ শয্যার জনবল কাঠামো পূরণ তো দূরের কথা ৩১ শয্যার অনেক পদ আজও শূন্য। যার ফলে উপজেলার ১০ ইউনিয়ন ও ১টি পৌরসভার ৩ লক্ষাধিক মানুষ কাক্সিক্ষত স্বাস্থ্যসেবা প্রাপ্তি থেকে বঞ্চিত। আড়াই বছর ধরেই ২টি মেডিকেল টেকনোলজিস্ট, ১টি এক্সরে টেকনেশিয়ান ও ১টি রেডিওগ্রাফারের পদ শূন্য। স্বাস্থ্য পরিদর্শকের ২টি পদই শূন্য, স্বাস্থ্য সহকারী পরিদর্শকের ৭টি পদের ৬টিই শূন্য। উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ও এমএলএসএসের ১৩টি পদের ৮টিই শূন্য। ৫ জন পরিচ্ছন্নতাকর্মীর মধ্যে আছেন মাত্র ১ জন। আয়া পদে নেই কোনো কর্মচারী। মিডওয়াইফের ৫টি পদের ৩টিই শূন্য। নিরাপত্তা প্রহরীর ২টি পদের ১টি শূন্য।
সাবেক পৌর কাউন্সিলর কায়সার পারভেজসহ ভুক্তভোগীরা জানান, বড়লেখা হাসপাতালটিকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হলেও সেবার কোনো উন্নতি হয়নি। হাসপাতালের ভেতরে প্রবেশ করলে ময়লা, আবর্জনার দুর্গন্ধ পাওয়া যায়। সামান্য কাটাছেঁড়ার রোগী নিয়ে গেলেই ডাক্তাররা রেফার করলেই যেন বাঁচেন। অনেক গর্ভবতীকে নিয়ে গেলে ডাক্তার না পাওয়ায় ক্লিনিকে নিয়ে ডেলিভারি করাতে হয়। রোগীদের ওষুধ বাইরে থেকে কিনতে হয়। বিশুদ্ধ পানির তীব্র সংকট।
নানা সংকট আর সমস্যায় জর্জরিত হাসপাতালটি যেন নিজেই রোগী। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস জানান, ৩১ শয্যার মধ্যেই জনবল সংকট। এরপর ওপর ৫০ শয্যার কার্যক্রম শুরু হওয়ায় সংকট আরওও বৃদ্ধি পেয়েছে। এ জন্য রীতিমতো হিমশিম খেতে হয়। জনবল সংকটের কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করা হয়েছে।