বিয়ানীবাজার সংবাদ
বিয়ানীবাজারে নতুন করে করোনা আক্রান্ত আরো ৩ জন
বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারে মধ্যেখানে কিছুদিন করোনা আক্রান্তের সংখ্যা কমলেও গত দুইদিন থেকে নিয়মিত সনাক্ত হচ্ছেন করোনা আক্রান্ত রোগী। নতুন করে আরো ৩ জন করোনা আক্রান্তের খবর জানিয়েছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। নতুন করে ৩ জন আক্রান্তের সংখ্যা নিয়ে বিয়ানীবাজারে মোট আক্রান্তের সংখ্যা গিয়েছে দাঁড়িয়েছে ৪১০ জনে।
নতুন করে আক্রান্তরা হলেন তিলপাড়া ইউনিয়নের গাংকুল এলাকার বাসিন্দা পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিম মিয়া (৫০) ও ফরিদ মিয়া (৭৫) এবং পৌরসভার সুপাতলা গ্রামের আব্দুল ওয়াদুদ (৫২)।
উল্লেখ্য, এখন পর্যন্ত উপজেলায় করোনা আক্রান্ত ৪১০ জন রোগীর মধ্যে সুস্থ হয়েছেন ৩৭২ জন এবং উপজেলাজুড়ে মৃত্যুবরন করেছেন ২৩ জন।