বিয়ানীবাজার সংবাদ

বিয়নীবাজারে অভিনব কায়দায় দোকানে চুরি

নিজস্ব প্রতিবেদক- বিয়ানীবাজার বাস স্টান্ডে গ্রামীণ স্টোররে অভিনব কায়দায় দোকান চুরির ঘটনা ঘটেছে। গতকাল রবিবার (১নভেম্বর) বিয়ানীবাজার বাস স্ট্যান্ডের পাশে অবস্থিত গ্রামীণ স্টোরের উপরের টিন কেটে দোকানে প্রবেশ করে মূল্যবান মালামাল নিয়ে যায় চোররা৷

গ্রামীন স্টোরের মালিক এনাম উদ্দিন জানান, প্রতিদিন দোকান বন্ধ করে ক্যাশে থাকা টাকা সাথে করে নিয়ে যান যার ফলে ক্ষতির পরিমান কম হয়েছে। এছাড়াও দোকানের উপর টিন কেটে প্রবেশ করার চিহৃ দেখতে পান তিনি।

এ ঘটনায় বিয়ানীবাজার থানা পুলিশ দোকান পরিদর্শন করে গিয়েছে।

Back to top button