বড়লেখা

ফ্রান্সে মহানবীকে কটুক্তি: বড়লেখায় হাজারো তৌহিদি জনতার বিক্ষোভ

আশফাক জুনেদ,বড়লেখা: ফ্রান্সে মহানবী হজরত মুহাম্মদ (সঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে মৌলভীবাজারের বড়লেখায় হাজারো তৌহিদি জনতার অংশগ্রহনে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) বাদ জুম্মা বড়লেখা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মসজিদের সামনে এসে শেষ হয় ।পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বড়লেখা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ক্বারী মনোহর আলীর সভাপতিত্ত্বে ও মাওলানা সাদিকুর রহমান ও ফয়সল আলম স্বপন এর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন বড়লেখা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি রুহুল আমিন, বিশিষ্ট আলেমেদ্বীন শেখ খায়রুল ইসলাম, ক্বারী খায়রুল ইসলাম, বড়লেখা মোহাম্মদিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক কাজী মাওলানা এনামুল হক, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা রমিজ উদ্দিন,সাংবাদিক এম এম আতিকুর রহমান, ইমাম-মোয়াজ্জিন পরিষদ বড়লেখার সাধারণ সম্পাদক মাওলানা মনোয়ার হোসেন মাহমুদি, ডাক বাংলা মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল্লাহ খান, বিশিষ্ট সমাজ সেবক সাইদুল ইসলাম, ব্যবসায়ী হাজী সেলিম, মাওলানা আবুল হাসান হাদী, মাওলানা ইয়াহিয়া মাহমুদ, আব্দুল কাদের পলাশ।

এসসয় আরও উপস্থিত ছিলেন মুহাম্মদ খায়িরুল ইসলাম, জয়নুল ইসলাম, আব্দুল লতিফ, আবিদুর রহমান, ছাত্রনেতা এনামুল হক, মুহাম্মদ হাবিবুর রহমান, হাফিজ ফাহিম আহমদ, আব্দুল মুকিত, সেলিম উদ্দিন, মাওলানা মনসুর আহমদ, আব্দুল্লাহ আল নোমান, তুহিন আহমদ, হাফেজ জাকারিয়া, শাহাব উদ্দিন, জাহেদ আহমদ, আবুল হোসেন প্রমুখ

এসময় বক্তারা বলেন, ফ্রান্সে নবী করিম (সঃ) কে নিয়ে যে ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হয়েছে তা বিশ্বের সকল মুসলমানদের হৃদয়ে আঘাত করেছে। , ‘ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী (সা.)-এর অবমাননাকর কার্টুন প্রদর্শন করায় বিশ্বের দুইশ’ কোটি মুসলমান ব্যথিত হয়েছেন। ফ্রান্সের এহেন ইসলাম ও মুসলিম বিদ্বেষী কর্মকাণ্ড বন্ধ করতে হবে। বিক্ষুব্ধ মুসলমানদের হৃদয়ের ক্ষত মুছতে হলে ফ্রান্সকে অবিলম্বে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইতে হবে।

এছাড়াও তারা আরো বলেন, ফ্রান্সের সকল পণ্য বয়কট ও বিশ্ব মুসলিমদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান ।

এদিকে বাদ সন্ধ্যা উপজেলার উত্তর শাহবাজপুরে তৌহিদি জনতার ব্যানারে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।হাজারো জনতার অংশগ্রহণে অনুষ্ঠিত মিছিল শাহবাজপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে শুরু হয়ে বাজারের প্রধান সড়ক পদক্ষিন শেষে পুনরায় সেখানে এসে শেষ হয়।এরপর সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

Back to top button