বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে পানিতে ডুবে শি’শু’র মৃত্যু

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারে পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার ( ২৬ অক্টোবর) উপজেলার মুড়িয়া ইউনিয়নের ছোটদেশ গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পানিতে ডুবে মৃত শিশুর নাম তাহান আহমদ (৮)। সে ছোটদেশ গ্রামের আব্দুল হকের পুত্র।

স্থানীয়রা জানান, বিকাল থেকে নিহত শিশুটি নিখোঁজ ছিলো। পরে স্বজনরা খোঁজা খোঁজি করে বাড়ির পাশের ডোবায় তার জুতা দেখতে পেয়ে পানিতে খুজলে তাকে নিথর অবস্থায় উদ্ধার করে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করেন।

বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত ডাক্তার ইফাজ সামি পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা নিশ্চিত করেন।

Back to top button