বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে ‘প্রতিভার প্রতিধ্বনি’ স্মারক মোড়ক উন্মোচন

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামীয়ার ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তালামীযে ইসলামীয়া বিয়ানীবাজার সরকারি কলেজ শাখার উদ্যোগে স্মারকগ্রন্থ ‘প্রতিভার প্রতিধ্বনি’র মোড়ক উন্মোচন সম্পন্ন হয়েছে। শনিবার বিয়ানীবাজার পৌরসভা অডিটরিয়াম হল রুমে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

কলেজ তালামীযের সভাপতি ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালামীযে ইসলামীয়া কেন্দ্রীয় পরিষদের সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ উসমান গণি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পড়াশোনা করে অর্জিত জ্ঞান আমাদের নিজেদের মধ্যে রেখে দিলে পড়াশোনার আসল উদ্দেশ্য ব্যহত হবে। অর্জিত জ্ঞানকে আমাদের বাস্তবিক জীবনে প্রয়োগ করতে হবে। পড়াশোনার মাধ্যমে অর্জিত জ্ঞান আমাদেরকে মানুষকে দেখার দৃষ্টিভঙ্গি বদলাতে সহায়তা করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আহমদ আল জামিল, কেন্দ্রীয় পরিষদের সদস্য আব্দুল বাছিত জবলু, সিলেট পূর্ব জেলা সভাপতি কামাল উদ্দিন, সিলেট মহানগর শাখার সাধারন সম্পাদক মনোয়ার হোসাইন, সিলেট পূর্ব জেলার সহ প্রচার সম্পাদক আলী হোসেন, আল ইসলাহ্ ইউকে শাখার সাধারন সম্পাদক সেলিম উদ্দিন।

আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দসহ সংগঠনের নেতৃবৃন্দ যুক্তরাজ্য প্রবাসী শেখ মাহমুদুর রহমানের পৃষ্ঠপোষকতায় প্রকাশিত ‘প্রতিভার প্রতিধ্বনি’র মোড়ক উন্মোচন করেন।

Back to top button