বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে ১১দিন বিরতি নিয়ে মিললো আরো দুইজন করোনা পজিটিভ

বিয়ানীবাজার টাইমসঃ দীর্ঘ ১১ দিন বিরতির পর বিয়ানীবাজার উপজেলায় আরো দুইজন করোনা পজিটিভ রোগীর খবর জানিয়েছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সর্বশেষ গত ১১ অক্টোবর শেষ একজন করোনা আক্রান্তের খবর জানিয়েছিলো হাসপাতাল কর্তৃপক্ষ। করোনা আক্রান্ত রোগীর সংখ্যা উপজেলায় কমে আসায় মানুষের মধ্যে অনেকটা স্বস্তি বিরাজ করছে।

নতুন করে করোনা আক্রান্ত দুইজন উপজেলার পৌরসভা এলাকার খাসাড়িপাড়া গ্রামের একজন এবং মোল্লাপুর ইউনিয়নের মাটিকাটা গ্রামের আরেকজন। এনিয়ে উপজেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪০০ জন।

উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের সর্বশেষ তথ্য অনুযায়ী, উপজেলায় আক্রান্ত ৪০০ রোগীর মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৬৬ জন, মৃত্যুবরন করেছেন ২১ জন এবং বাকিরা বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের অধীনে চিকিৎসাধীন।

Back to top button