সিলেটের ‘হাবিব আর্ট’ এর প্রখ্যাত আর্টিষ্ট হাবিবুর রহমান আর নেই

আমিনুর রহমান জিলু: সিলেটের ‘হাবিব আর্ট’ এর প্রখ্যাত আর্টিষ্ট হাবিবুর রহমান আর নেই ! হাবিব আর্ট এর সাবেক সত্তাধিকারি হাবিবুর রহমান আর্টিষ্ট গতকাল রাত দুই ঘটিকার সময় বিয়ানীবাজার গ্রামের বাড়িতে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। তিনি অনেক দিন যাবত শ্বাসকষ্টজনিত রোগে ভুগতেছিলেন।
সিলেট সহ বিশ্বের বিভিন্ন স্থানে এখনো শোভা পাচ্ছে তার হাতের করা গ্রাম-বাংলার স্মৃতি বিজড়িত বিভিন্ন চিত্রকর্ম। যেগুলো দেখতে চোখ জুড়ানো ও দৃষ্টিনন্দন।
স্বাধীনতা পরবর্তি সময় থেকে সিলেট বিভাগে সর্বত্র হাবিব আর্টের সৃজনশীল কর্ম ছড়িয়ে ছিল। সিলেটের প্রায় সবগুলো সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানে তার আঁকা চিত্রকর্ম অথবা ওয়াল পেইন্টিং ছিল খুব সমাদৃত।
আশির দশকে চিত্রকর্ম ও ব্যানার পোষ্টার তৈরীতে একমাত্র ভরসা ছিল রঙ- তুলির ব্যবহার । সে সময়ে বৃহত্তর সিলেটের সিংহভাগ ষ্টুডিও এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় হাবিব আর্টের দৃষ্টিনন্দন চিত্রকর্ম প্রকাশ পেয়েছে সবচেয়ে বেশী।
মরহুমের জানাজা আজ বাদ জোহর বারইগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।
নীচে তার হাতে করা কয়েকটি চিত্রকর্ম তুলে ধরা হলো